Tuesday, August 26, 2025

অবশেষে খুলে দেওয়া হলো জিম করবেট টাইগার রিজার্ভ (Jim Corbett National park) ফরেস্ট বা জিম করবেট ন্যাশনাল পার্ক। ২৯ জুন মঙ্গলবার থেকেই খুলে গিয়েছে এই টাইগার পার্ক (tiger safari)। আপাতত এক বছরের জন্য খোলা থাকবে পার্ক। কোভিড বিধি(covid protocols) পুরোপুরি মেনে চলা হবে। করোনা অতিমারির জেরে বহুদিন ধরেই পর্যটকদের আসা বন্ধ ছিল উত্তরাখণ্ডের (Uttarakhand) এই টাইগার পার্কে। জানা গিয়েছে, এই টাইগার রিজার্ভের পাঁচটি রেঞ্জ অর্থাৎ গর্জিয়া, বিজরানি, ধারা-ঝির্না, ঢেলা এবং পাখরোন। এই পাঁচটি রেঞ্জও একই সঙ্গে খুলে দেওয়া হল। তবে রিজার্ভ ফরেস্ট সূত্রে জানা গিয়েছে, আপাতত নাইট সাফারি (night Safari)বন্ধ রাখা হলো। বন্যপ্রেমী ও পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন।

 

জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ স্থানগুলির মধ্যে অন্যতম। বন্যপ্রেমীদের কাছে করবেট টাইগার রিজার্ভ চিরকালই জনপ্রিয়। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকায় এখানে কর্মরত মানুষজনদের রোজগারে টান পড়েছিল। করবেট টাইগার রিজার্ভ ফরেস্টের ডিরেক্টর জানিয়েছেন, বন্যপ্রেমীদের কথা মাথায় রেখেই এই পার্ক খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনেই প্রায় ৫০টির কাছাকাছি সাফারির বুকিং হয়েছে। এতদিন পর করবেট টাইগার রিজার্ভ খোলায় সকলেই অত্যন্ত খুশি।

পাশাপাশি উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেট পার্ক ছাড়াও রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হল। পর্যটকরা সেখানে যেতে পারবেন। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই অভয়ারণ্য গুলি খুলে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাদের মতে এই করুণা বাইরের মানুষজন জঙ্গলের ভিতরে প্রবেশ করলে প্রাণীদের ক্ষতি হতে পারে।

Related articles

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...
Exit mobile version