Tuesday, November 11, 2025

সিকিম ও ভুটানে প্রবল বৃষ্টি, তিস্তা-জলঢাকায় হলুদ সর্তকতা জারি

Date:

সিকিম ও ভূটানে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তার জেরে তিস্তা ও জলঢাকা নদীতে জলস্ফীতি। টানা বৃষ্টিতে ফুসছে তোর্সা নদীও। হলুদ সংকেত জারি হয়েছে নদীতে৷ মাথাভাঙ্গার সুটুঙ্গা ও মানসাই নদীতে জল বেড়ে বিপত্তি। নদীতে ব্যাপক স্রোত৷ নদী লাগোয়া বাসিন্দারা দুশ্চিন্তায় আছেন। গত রাত থেকে ভারী বৃষ্টিতে নদীর জল বেড়েছে রায়ডাক নদীতেও। প্রশাসন সতর্ক ভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন।

 

এদিকে, বুধবার সকালে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে । ১৪২৯.৪৪ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তা নদীতে মারাত্মক রকমের জলস্ফীতি হয়েছে। তিস্তার অসংরক্ষিত এলাকায় ( দেমহনী থেকে বাংলাদেশ) জারি করা হয়েছে হলুদ সংকেত।

 

একইসাথে ভূটানে বৃষ্টি অব্যাহত থাকায় জলঢাকা নদীতেও জলস্ফীতি হয়েছে। সেখানেও হলুদ সংকেত রয়েছে বলে জানা গেছে সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে ।

বুধবার দিনভর বৃষ্টিপাতের পরিমাণ :

 

১) জলপাইগুড়ি – ৩৭.৮০ মিলিমিটার

 

২) আলিপুরদুয়ার – ১১০.২০ মি মি

 

৩) কোচবিহার – ১১২.৬০ মি মি

 

৪) শিলিগুড়ি – ১০২.৪০ মি মি

 

৫) মাল – ২২০.৪২ মি মি

 

৬) হাসিমারা – ২০৫.০০ মি মি

 

৭) বানারহাট – ৩৪২.২৫ মি মি

 

৮) মাথাভাঙ্গা – ১৪৫.০০ মি মি

 

৯) তুফানগঞ্জ – ১০৮.৪০ মি মি

 

১০) ময়নাগুড়ি – ৬৯.০০ মি মি

 

 

 

সুত্র ফ্লাড কন্ট্রোল রুম

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version