Sunday, November 9, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরস ডে তে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রথিতযশা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পয়লা জুলাই ডক্টরস ডে পালন করা হয়। করোনা কালে ডাক্তাররা অবিরাম রোগীদের সেবা করেছিলেন এবং হাজার অসুবিধার মধ্যেও ডাক্তাররা তাদের কর্তব্যে কোন ত্রুটি রাখেননি। প্রতি বছরই চিকিৎসকএবং নার্সদের কর্তব্য এবং দায়িত্বকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। ব্যতিক্রম হয়নি এ বছরও। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতালে সাড়ম্বরে পালন করা হল ডক্টরস ডে । জলপাইগুড়ি শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালন করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের করোনার দায়িত্বে থাকা ও এস ডি ডক্টর সুশান্ত রায় সহ অন্যান্য ডাক্তারা। একই চিত্র ধরা পড়ে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালেও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তাররা নার্স রা ছাড়াও ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা , পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,বি এম ও এইচ ডঃ সুরজিৎ ঘোষ সহ অন্যান্য ডাক্তার এবং নার্সরা। কালে ডাক্তাররা অবিরাম রোগীদের সেবা করেছিলেন এবং হাজার অসুবিধার মধ্যেও ডাক্তাররা তাদের কাজে অনর থেকেছেন। ডাক্তার এবং নার্সদের স্মরনীয় করে রাখতে এই দিনটি পালন করা হয়।

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version