Friday, November 14, 2025

ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে কেন্দ্র, রাজ্য ও নির্বাচন কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

বঙ্গে ভোট পরবর্তী হিংসা(postpoll violation) নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলে শীর্ষ আদালতে(Supreme Court) মামলা দায়ের করেছিলেন লখনউয়ের আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রী(Ranjana Agnihotri)। এই মামলার প্রেক্ষিতে এবার কেন্দ্র, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে(election commission) জবাবদিহি করে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিনীত শরণের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে এই নোটিশ জারি করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি শীর্ষ আদালতে দায়ের করা ওই মামলায় আইনজীবী রঞ্জনা অগ্নিহোত্রী দাবি করেছেন, দুই মের পর থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে তদন্ত হোক। পাশাপাশি এই ঘটনায় আক্রান্ত সকলকে ক্ষতিপূরণ দেওয়া ও তাদের পুনর্বাসন দেওয়ার দাবি জানানো হয় যারা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি ও আধা সেনা মোতায়েন করার নির্দেশ দেওয়া হোক এমন দাবিও তোলা হয়েছে আবেদনে।

আরও পড়ুন:প্রয়াত নির্দল প্রার্থীর বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস জুনের

উল্লেখ্য, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে বিজেপি। কলকাতা হাইকোর্ট ও দেশের শীর্ষ আদালতে এই ইস্যুতে দায়ের হয়েছে একাধিক মামলা। দিন কয়েক আগে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সাত সদস্যের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেই রিপোর্টে বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে চাঞ্চল্যকর নথি পেশ করা হয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে যে, বাংলার ভোট পরবর্তী হিংসায় ৭ হাজারের বেশি মহিলা আক্রান্ত হয়েছে। রাজ্যের ১৫টি জেলায় তুমুল হিংসার কথা উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে এসেছে মানবাধিকার কমিশন। তাদের তরফ এ রিপোর্ট পেশ করা হয়েছে হাইকোর্টে। সব কিছুর মাঝেই এবার গোটা ঘটনার জবাবদিহি করে কেন্দ্র-রাজ্য ও নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।

 

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version