Sunday, August 24, 2025

চরম দুর্ভোগে যাত্রীরা, বেসরকারি বাস মালিকদের বাস নামানোর অনুরোধ পরিবহনমন্ত্রীর

Date:

পয়লা জুলাই অর্থাৎ আজ থেকে করোনা-বিধিনিষেধের মধ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ রাস্তায় প্রায় ৩ হাজার সরকারি বাস নামার কথা ছিল। কিন্তু কোথায় বাস? এদিন গড়িয়ার বাস ডিপোতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও দেখা মেলেনি বাস চালক এবং কর্মচারীদের।

এদিন গড়িয়া সহ একাধিক ডিপোর চিত্রটা একইরকম ছিল। শুধু সরকারি নয়,এদিন রাস্তায় দেখা মেলেনি বেসরকারি বাস, মিনিবাসেরও। বাস না চলায় চরম হয়রানির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এদিন ফিরহাদ হাকিম জানান, “পথে নেমেছে সরকারি বাস। রাস্তায় এখন চলছে প্রায় ৪ হাজার সরকারি বাস।” পরিববহনমন্ত্রী আরও জানিয়েছেন, বেসরকারি বাসের মালিকদের তিনি সরকারের পক্ষ থেকে অনুরোধ করবেন যাতে তাঁরা বাস নামান।

অন্যদিকে রাজ্যে বাস পরিষেবা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “৫০হাজার বাসের দরকার আছে যদি ট্রেন যদি না চলে। গ্রাম থেকে কলকাতার বাইরের লোক আসতে পারছে না৷ বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে সমস্যা রয়েছে। ট্রেন চলাচল আগে শুরু করা উচিত ছিল।”

আরও পড়ুন-অসুস্থ ছাত্রকে লালগড় থেকে এনে হাসপাতালে ভর্তি করালেন মন্ত্রী বিরবাহা

কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। হু হু করে দাম বাড়ছে ডিজেলেরও। এর ফলে বাস ভাড়া বৃদ্ধিরও ডাক দেন বেসরকারি বাস সংগঠন-মালিকেরা। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version