Thursday, August 28, 2025

পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ, গ্রেফতার সুজন সহ ৫০

Date:

পেট্রোল-ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে পুলিশের বাধার মুখে বামেরা। বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার সুজন চক্রবর্তী সহ প্রায় ৫০ জন বাম কর্মী। শুক্রবার ঢাকুরিয়ার কাছে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ধুন্ধুমার বেঁধে যায়। প্রাক্তন সিপিএম বিধায়ক, পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী–সহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ঘটনার তীব্র নিন্দা করেছে বামফ্রন্ট।

শুক্রবার ঢাকুরিয়ার ইন্ডিয়ান অয়েলের কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কলকাতা জেলা বামফ্রন্টের সদস্যরা। বামেদের দাবি, পুলিশের অনুমতি নিয়েই তারা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন। লেক থানার পুলিশ অনুমতি ছিল বলে দাবি বামেদের। কিন্তু অভিযোগ, তা শুরু হওয়ার পরেই পুলিশ গিয়ে মঞ্চ ভেঙে দেয়।

এরপরই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি বেঁধে যায় বাম কর্মী, সমর্থকদের। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়া এলাকা। সুজন চক্রবর্তী, কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও সিপিআই(এম)–র জেলা সম্পাদক কল্লোল মজুমদার, প্রবীণ সিপিআই(এম) নেতা নিরঞ্জন চ্যাটার্জি, শমীক লাহিড়ী সহ প্রায় ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বামেরা। যদিও পুলিশের পাল্টা দাবি, করোনা পরিস্থিতিতে বিধি ভেঙে জমায়েত করা হয়েছিল। তাই এই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ফের পেট্রোলের দাম বেড়েছে। এদিন ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি। এদিন কলকাতায় লিটার প্রতি ৪০ পয়সা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৯.০৪ টাকা এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা।

আরও পড়ুন- এবার অন্তঃসত্ত্বাদেরও করোনা ভ্যাকসিন নেওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Related articles

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...

TMCP-র মেগা সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ প্রসূনের

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে TMCP-র মেগা ইভেন্টে বাঙালি অস্মিতায় জোর।...

৭ দিনের মধ্যে SSC-কে অযোগ্যদের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরুর আগেই আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School...

RG Kar Case: একবছর পরেও সিবিআই কিচ্ছু করতে পারেনি: অপরাজিত বিলের সমর্থনে গর্জে উঠলেন অভিষেক

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version