Friday, December 19, 2025

মৃত বিজেপি-কর্মীর দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মরদেহের ফের ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ এই ময়নাতদন্ত করতে হবে সেনাবাহিনীর কম্যাণ্ড হাসপাতালে৷

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানির পর শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে৷ হাইকোর্টের নির্দেশে গঠিত জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC-এর বিশেষ দলের তরফে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে পেশ করা অন্তর্বতী রিপোর্টের ভিত্তিতে
এদিন বৃহত্তর বেঞ্চ কয়েক দফা নির্দেশ জারি করেছে৷ নির্দেশে বলা হয়েছে,

◾রাজ্যে ভোট পরবর্তী হিংসার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আক্রান্ত হওয়ার পর যারা জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) কাছে অভিযোগ জানিয়েছেন অথবা হাইকোর্টের নির্দেশে গঠিত NHRC-এর দলের কাছে অভিযোগ জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে ম্যাজিস্ট্রেট-এর সামনে আইনের ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি দিয়ে ঘটনার কথা জানাতে হবে৷ প্রতিটি ঘটনার FIR করতে হবে৷

◾ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত সব অভিযোগ পুলিশকে গ্রহণ করতে হবে

◾ভোট পরবর্তী হিংসার কারণে যারা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার দায়িত্ব রাজ্যকে নিতে হবে৷

◾ভোট পরবর্তী হিংসার কারণে যারা আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেকের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে রাজ্যকে৷

◾মৃত অভিজিৎ সরকারের দেহ কম্যাণ্ড হাসপাতালে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করতে হবে।

◾ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত সব নথি সংরক্ষণ করতে হবে রাজ্যের মুখ্যসচিবকে৷

◾যাদবপুরে NHRC-এর দলের উপর হামলার ঘটনায় জেলাশাসক বা পুলিশ সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল কেন জারি করা হবে না, তার কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে৷ আগামী ১৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি৷

রাজ্যের দুই অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি’র শো-কজ প্রসঙ্গে এদিন অ্যাডভোকেট জেনারেল (AG) বলেন,সেদিন ডিসি পদমর্যাদার অফিসার রশিদ মুনির খান দায়িত্বে ছিলেন৷ তিনি NHRC-এর এক সদস্যকে ঘটনার FIR করতে বলেছিলেন৷ কিন্তু তিনি রাজি হননি৷
এই সময় বিচারপতি হরিশ ট্যাণ্ডন জানতে চান, “জেলাশাসক স্তরের কোনও আধিকারিক কেন ঘটনাস্থলে ছিলেন না ?” ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই অনুপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন৷

মৃত অভিজিৎ সরকারের মরদেহের ফের ময়নাতদন্তের নির্দেশ প্রসঙ্গে AG বলেন, এই মামলা সুপ্রিম কোর্টে চলছে৷ ফলে হাইকোর্ট এই নির্দেশ দিতে পারে না৷ উত্তরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, “আমরা শুধুমাত্র ময়নাতদন্তের নির্দেশ দিয়েছি, মূল মামলা প্রসঙ্গে কিছু বলা হয়নি৷”

প্রসঙ্গত, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গত ২ মে তারিখে অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীর নিহত হন৷ মৃত অভিজিতের ভাই বিশ্বজিৎ সরকার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন, আদালত যেন বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্ত করে। ঘটনার তদন্তভার CBI-এর হাতে দেওয়ারও আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টের কাছে। মামলা এখনও চলছে৷

 

spot_img

Related articles

ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, কমিশনকে নিশানা ব্রাত্যর

শিক্ষকদের বিএলওর কাজে যুক্ত করে পঠন-পাঠনে এমনিই ব্যাঘাত সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এদিকে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই ওই...

দু-মলাটে প্রকাশ হল তৃণমূল সরকারের দেড় দশকের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন আগেই। শুক্রবার বই আকারে প্রকাশিত হল তৃণমূল সরকারের (TMC Government) দেড়...

৬০ কোটির কেলেঙ্কারির ঝামেলায় আবারও নাম জুড়লো শিল্পা শেট্টির

শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি! ৬০ কোটির কেলেঙ্কারির অভিযোগে ক্ষুব্ধ অভিনেত্রী বললেন, “আমি নির্দোষ”। ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির...

একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধন চললে সমস্যা: কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের স্বার্থে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার কাজের সময়সূচি ও দায়িত্ব বণ্টন নিয়ে নির্বাচন...