এবার ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকাণ্ডে আরও এক চাঞ্চল্যকর তথ্য মিলল। গত ২৭ জুন মাদুরদহে দেবাঞ্জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখানে একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় বিএসএফ-এর ইউনিফর্ম। পুলিশের দাবি, বিএসএফ-এর তরফে দেওয়া হয়েছে বলে কর্মীদের জানায় দেবাঞ্জন দেব। তদন্তকারীদের অনুমান, বিএসএফের পরিচয়েও প্রতারণার ছক ছিল দেবাঞ্জনের।
আরও পড়ুন-ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়ালেন তবস্সুম, সমর্থন নেই তৃণমূলের
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া বিএসএফ-এর। বলা হয়েছে, কলকাতা পুলিশকে জানানো হয়েছে সঠিক তদন্ত হোক। এই ঘটনায় বাহিনীর কেউ যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।