Monday, May 12, 2025

মহাশ্বেতা দেবী। তাঁর দীর্ঘ জীবন, সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসকেই এবার সেলুলয়েডে ধরছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। তবে, একে ঠিক বায়োপিক (Biopic) বলতে রাজি নন পরিচালক। কারণ, তাঁর সৃষ্টি ‘মহানন্দা’ কিছুটা বাস্তব, আর কিছুটা ফিকশন। সেই কারণেই ছবিতে মহাশ্বেতা হয়েছেন মহানন্দা। আর তাঁর স্বামী বিজন ভট্টাচার্য (Bijan Bhattacharya) হয়েছেন বিধান ভট্টাচার্য। ছবিতে মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) আদলে তৈরি চরিত্রটি রূপায়ন করছেন গার্গী রায়চৌধুরী (Gargi Raychowdhury)। বিধান ভট্টাচার্যের চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে (Debshanshar Halder)। রয়েছে নতুন প্রজন্মের দুই পরিচিত মুখ ইশা সাহা এবং অর্ণ মুখোপাধ্যায়।

এরকম অন্য ধারার ছবি প্রযোজনার জন্য এগিয়ে এসেছেন ফিরদৌসুল হাসান। তার কথায় দক্ষিণী ডাব করা ছবি নয়, মৌলিক ছবি প্রযোজনার ক্ষেত্রে উৎসাহী হতে হবে।

অরিন্দম শীল জানান, মহাশ্বেতা দেবীর জীবনের একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে লড়াই এবং রাজনীতির পালাবদল। এই ছবিতে ধরা পড়েছে সে সবই। তাহলে কি ছবিতে দেখা যাবে সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন? সরাসরি সে প্রশ্নের জবাব না দিয়ে অরিন্দম জানান, মহানন্দাকে পুরোপুরি মহাশ্বেতার আদলেই করেছেন তিনি। তবে ছবির প্রয়োজনে কিছুটা গল্পে পরিবর্তন করতে হয়েছে। সেই কারণেই ছবিটিকে বায়োপিক বলতে রাজি নন পরিচালক।

ছবিতে মেকআপের একটি বড় ভূমিকা রয়েছে। কারণ বিভিন্ন বয়সে মহানন্দা ধরা পড়েছেন সেলুলয়েডে। টানা শুটিং হয়েছে উত্তর কলকাতায়। মাঝে করোনার কারণে ছেদ পড়ে ছিল শুটিংয়ে। এবার আউটডোর শুটিং-এর পালা। সব ঠিক থাকলে অক্টোবর মাসে পুজোর সময় ছবি মুক্তি পাবে বলে আশাবাদী পরিচালক।

আরও পড়ুন:অনেকটাই সুস্থ দিলীপ কুমার, স্থিতিশীল নাসিরুদ্দিন শাহও

 

Related articles

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...
Exit mobile version