Thursday, August 28, 2025

সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ১৯ জুলাই থেকে। শেষ হতে পারে ১৩ অগাস্ট। লোকসভার (Loksabha) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সপ্তদশ লোকসভার ষষ্ঠ অধিবেশন ১৯ জুলাই থেকে শুরু হবে। সরকারের প্রয়োজনীতার উপর নির্ভর করে ১৩ অগাস্ট (August) অধিবেশন শেষ হতে পারে”। এরমধ্যে ১৯ জুলাই থেকে রাজ্যসভার অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kobind)।

করোনার টিকাকরণ, ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ, পেট্রোপণ্যের দাম বৃদ্ধি- এই সব বিষয় নিয়ে মোদি সরকারকে বিরোধীরা কোণঠাসা করার চেষ্টা করবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

 

এর পাল্টা হিসেবে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী দলগুলি কীভাবে বাধা সৃষ্টি করেছে সেগুলি মন্ত্রী পারিষদকে বাদল অধিবেশনে তুলে ধরতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিরোধীদের বিভিন্ন অভিযোগ খণ্ডনের জন্যেও দলের সাংসদদের তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

সাধারণত জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়। শেষ হয় স্বাধীনতা দিবসের আগে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশনের যাবতীয় প্রস্তুতি হয়ে গিয়েছে। সচিবালয়ের কর্মীরা করোনা টিকা নিয়ে ফেলেছেন। ৪৪৫ সাংসদও টিকা পেয়েছেন। স্পিকার (Speaker) বলেন, “গত অধিবেশনেও আমরা সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করার চেষ্টা করেছিলাম। সেইসঙ্গে সদস্যদের টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছি”। অধিবেশনে সব রকম করোনা বিধি মেনে চলতে হবে বলে জানান ওম বিড়লা।

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version