Thursday, August 28, 2025

৮৫ জন যাত্রীসহ রবিবার দক্ষিণ ফিলিপিন্সে(South Philippines) ভেঙে পড়ল সেনার বিমান(Army plane)। এদিন ভয়াবহ এই দুর্ঘটনার কথা জানিয়েছেন ফিলিপিন্সের সেনাপ্রধান সিরিলিটো সোবেজানা। যদিও এই দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ এখনও পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ফিলিপিন্সে। সেনাপ্রধান জানান, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের চেষ্টা করছিল সেনাবাহিনীর c-130 বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। যাত্রীদের মধ্যে বেশিরভাগই সেনা কর্মী বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওই বিমান থেকে ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুততার সঙ্গে তাদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন:রেড রোডের মর্মান্তিক বাস দুর্ঘটনায় গ্রেফতার চালক

যদিও কী কারণে এই দুর্ঘটনা তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছেন। আশা করছি, ওই বিমানের আরও কিছু যাত্রীকে আমরা বাঁচাতে পারব। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে ফিলিপিন্সে।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version