Monday, August 11, 2025

কঙ্গনার পাসপোর্ট পুনর্নবীকরণ রুখতে এবার আদালতে জাভেদ আখতার

Date:

অভিনেত্রী কঙ্গনা রাওয়াতকে চাপে ফেলে এবার তার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার(Javed Akhtar)। শনিবার বোম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে আদালতের কাছে জাভেদ আখতারের আবেদন, কঙ্গনা রানাওয়াতের(Kangana Ranaut) পাসপোর্ট যেন পুনর্নবীকরণ(renew) না করা হয়।

জানা গিয়েছে, বর্তমানে পাসপোর্ট সমস্যার জেরে বিপাকে পড়েছেন কঙ্গনা রানাওয়াত। শুটিংয়ের কাজে তারা অবিলম্বে বিদেশ যাওয়া প্রয়োজন কিন্তু পাসপোর্ট পুনর্নবীকরণ প্রক্রিয়া আটকে থাকায় দেশের বাইরে যেতে পারছেন না তিনি। এই সমস্যার জেরে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি আবেদন জানান, আদালত যেন দ্রুত পাসপোর্ট অথোরিটিকে নির্দেশ দেয় তাঁর পাসপোর্টের পুনর্নবীকরণ করে দেওয়া জন্য। একইসঙ্গে তিনি বলেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার অসিলায় পাসপোর্ট রিনিউ করার এই প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।

আরও পড়ুন:বেটি বাঁচান! মোদিকে চিঠি লিখে যোগীরাজ্যে ‘আত্মঘাতী’ গৃহবধূ

তবে কঙ্গনা রানাওয়াত আদালতের দ্বারস্থ হলেও পাল্টা পিটিশন দায়ের করেছেন জাভেদ আখতার। যেখানে তিনি বলেছেন, অভিনেত্রী দ্রুত নিজের পাসপোর্টের পুনর্নবীকরণ চেয়ে আদলতকে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরোপুরি সত্য নয়। আদালতকে কঙ্গনা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই দাবি করেছেন জাভেদ। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ২০২০ সালের নভেম্বর মাসে একটি টেলিভিশনের সাক্ষাত্‍কার চলাকালীন আপত্তিকর কিছু মন্তব্য করেন কঙ্গনা। যার প্রতিবাদে কঙ্গনার বিরুদ্ধে মানহানীর একটি ফৌজদারি মামলা দায়ের করেন জাভেদ। সেই মামলার তদন্ত বা শুনানি এখনও শুরু হয়নি। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিনেত্রী বিদেশযাত্রা আটকানোর আবেদন জানান তিনি। এদিকে কঙ্গনার পাসপোর্ট পুনর্নবীকরণ আদালতে অন্য দিকে মোড় নেওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়তে চলেছেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী।

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version