Wednesday, November 5, 2025

ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের পাশে কলাবাগান নব স্পোটিং ক্লাব

Date:

ইয়াসে (Yaas) বিধ্বস্ত সুন্দরবন-সহ (Sundarbon) দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল। তার সঙ্গে যোগ হয়েছে ভরা কোটাল। এই দুইয়ের জেরে বিপর্যস্ত জনজীবন। প্রশাসনিক তরফে সাহায্য মিলছে। পাশাপাশি এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। তেমনি টালিগঞ্জের প্রিন্স আনোয়ার শাহ রোডের কলাবাগান নব স্পোটিং ক্লাব। শনিবার, ত্রাণ-সামগ্রী নিয়ে এই ক্লাবের (Club) সভাপতি, সম্পাদক-সহ সদস্যরা পৌঁছে গিয়েছিলেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে।

সুন্দরবনের সোনাগাঁ ও বালিদ্বীপ অঞ্চলের প্রায় ৩০০টি পরিবারের হাতে দৈনন্দিন ব্যবহারে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ছিলেন শুভ্রেন্দু রায় (Subhrendu Roy), ইন্দ্রনীল গঙ্গোপাধ্যায় (Indranil Ganguli), ঈশানজিৎ গঙ্গোপাধ্যায়, সুজিত সরকার, তপন নাথ, সুদীপ রজক, গৌর মণ্ডল, অমিত জানা, প্রদীপ সাহা।

 

চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, ছাতু, বিস্কুট, কেক, ঠান্ডা পানীয়, লঙ্কা, হলুদ, চিড়ে, মুড়ি, পানীয় জলের বোতল ও স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। কলাবাগান নব স্পোর্টিং ক্লাবকে এই কাজে সাহায্য করেছে ‘মিত্র’, ‘খুশি’ সহ একাধিক সংস্থা। ছিলেন জয় রাওয়াল, প্রতীক মায়েকর, দেবাংশু যোশি ও প্রসেনজিৎ মণ্ডল। ভবিষ্যতে আরও সাহায্য নিয়ে ঘূর্ণিঝড় বিধ্বস্ত সুন্দরবনের অন্যান্য অংশে ক্লাবের সদস্যরা পৌঁছে যাবেন বলে জানান, ক্লাবের সভাপতি উৎপল মুখোপাধ্যায় (Utpal Mukherjee) এবং যুগ্ম সম্পাদক অনিন্দ্য সেনগুপ্ত (Aninda Sengupta) ও কৃষাণু রায় (Krisanu Ray)।

আরও পড়ুন:ভস্মীভূত সোনারপুর বিধায়কের মঞ্চ, তবুও দায়িত্ব পালন করলেন লাভলি

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version