Sunday, November 9, 2025

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ পুষ্কর সিং ধামির, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Date:

চার মাসে তৃতীয় মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। তিরথ সিং রাওয়াত-এর পর এবার উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ধামি। তিনি উত্তরাখণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য পুষ্কর সিংহ ধামিকে অভিনন্দন জানিয়েছেন। ট্যুইট করে মোদি লিখেছেন, “পুষ্কর সিং ধামি এবং যারা আজ শপথ গ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন। উত্তরাখণ্ডের অগ্রগতি ও সমৃদ্ধির দিকে কাজ করার কারণে এই দলের প্রতি শুভেচ্ছা রইল।”

গত শুক্রবারই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিরথ সিং রাওয়াত। শনিবার উত্তরাখণ্ডে BJP-র পরিষদীয় দলের বৈঠকেই ঘোষণা করা হয় নতুন মুখ্যমন্ত্রীর নাম। জানা গিয়েছে, বিজেপির ৫৭ জন বিধায়ক পুষ্কর সিং ধামিকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির পাশাপাশি এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন সতপাল মহারাজ, হরক সিং রাওয়াত, বাঁশিধর ভাগত, বিশেন সিং, উনিয়াল। এছাড়াও শপথ গ্রহণ করেছেন গণেশিং যোশি, ধন সিং রাওয়াত, রেখা আর্যও।

আরও পড়ুন-অমর্ত্যর স্মৃতিকথা বিশ্বের সামনে অস্বস্তিতে ফেলবে মোদি সরকার ও বিশ্বভারতীকে!

পরের বছরই উত্তরাখণ্ডে নির্বাচন। তার আগে এমনভাবে মুখ্যমন্ত্রী বদল করার কারণ অজানা। উল্লেখ্য, কয়েক মাস আগেই উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছিল তিরথ সিং রাওয়াতকে। কিন্তু শোনা যায়, অন্দরে কোন্দল সামাল দিতে ব্যর্থ হয় তিরথ সিং রাওয়াত। তিরথ সিং রাওয়াতের আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তাঁর বিরুদ্ধে স্বজনপোষণ ও নানা দুর্নীতির অভিযোগ ওঠে। তাই তাঁকে সরিয়ে দেয় BJP। তবে একটি সূত্র জানাচ্ছে, পুষ্কর সিং ধামিকে নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করার জেরে একাধিক নেতা বেশ ক্ষিপ্ত হয়েছেন। তবে এই দাবি ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে বিজেপির তরফে।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version