Thursday, August 28, 2025

ভুয়ো ভ্যাকসিন কান্ডের কালপ্রিট দেবাঞ্জনের(Debanjan) সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল(TMC)। বুঝিয়ে দেওয়া হল কোন অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের কী করতে হবে এবং কী ধরনের সর্তকতা নিতে হবে?

সোমবার পারিষদীয় দলের বৈঠকে বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি কোন অনুষ্ঠান বাড়ি যান সে ক্ষেত্রে আগে ভালো করে দেখে নিতে হবে আমন্ত্রিতদের তালিকা। একই নিয়ম প্রযোজ্য থাকছে কোনও অনুষ্ঠান মঞ্চে যোগ দেওয়ার ক্ষেত্রেও। তৃণমূলের তরফে বিধায়কদের জন্য এই অভিনব বার্তায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ভুয়ো টিকা কাণ্ডে শাসক দলের ওপর বিরোধীদের চাপ বাড়ার জেরে এই পদক্ষেপ? যদিও সেই ধরনের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।

আরও পড়ুন:দেশে যে আইনই নেই, সেই আইনে কীভাবে FIR ? কেন্দ্রকে নোটিশ ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের

যদিও সতর্কতার পাঠ দেওয়ার পাশাপাশি এদিন বিধানসভায় শাসকদলের কর্মপদ্ধতি নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় বিধায়কের সঙ্গে। জানানো হয়, সকল বিধায়ককে নিয়মিত উপস্থিত থাকতে হবে বিধানসভায়। হাউসে নানা রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার মধ্যে থেকেও অধিবেশন চালিয়ে নিয়ে যেতে হবে। বিরোধীদের বিক্ষোভ দেখে কোনও বিধায়ক যেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ না নেয় সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত সোমবার বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলের বৈঠকে সকল বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, নির্মল ঘোষের মতো নেতৃত্বরা।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version