Wednesday, May 14, 2025

ভুয়ো ভ্যাকসিন কান্ডের কালপ্রিট দেবাঞ্জনের(Debanjan) সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল(TMC)। বুঝিয়ে দেওয়া হল কোন অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের কী করতে হবে এবং কী ধরনের সর্তকতা নিতে হবে?

সোমবার পারিষদীয় দলের বৈঠকে বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি কোন অনুষ্ঠান বাড়ি যান সে ক্ষেত্রে আগে ভালো করে দেখে নিতে হবে আমন্ত্রিতদের তালিকা। একই নিয়ম প্রযোজ্য থাকছে কোনও অনুষ্ঠান মঞ্চে যোগ দেওয়ার ক্ষেত্রেও। তৃণমূলের তরফে বিধায়কদের জন্য এই অভিনব বার্তায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ভুয়ো টিকা কাণ্ডে শাসক দলের ওপর বিরোধীদের চাপ বাড়ার জেরে এই পদক্ষেপ? যদিও সেই ধরনের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।

আরও পড়ুন:দেশে যে আইনই নেই, সেই আইনে কীভাবে FIR ? কেন্দ্রকে নোটিশ ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের

যদিও সতর্কতার পাঠ দেওয়ার পাশাপাশি এদিন বিধানসভায় শাসকদলের কর্মপদ্ধতি নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় বিধায়কের সঙ্গে। জানানো হয়, সকল বিধায়ককে নিয়মিত উপস্থিত থাকতে হবে বিধানসভায়। হাউসে নানা রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার মধ্যে থেকেও অধিবেশন চালিয়ে নিয়ে যেতে হবে। বিরোধীদের বিক্ষোভ দেখে কোনও বিধায়ক যেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ না নেয় সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত সোমবার বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলের বৈঠকে সকল বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, নির্মল ঘোষের মতো নেতৃত্বরা।

 

Related articles

ফের শীর্ষ আদালতে পিছলো ডিএ মামলার শুনানি, এই নিয়ে ১৮ বার

তারিখ পে তারিখ- রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা নিয়ে হিন্দি ছবির এই জনপ্রিয় ডায়লগই...

জয়শঙ্করের কনভয়ে বুলেটপ্রুফ কার, বাড়ল বিদেশমন্ত্রীর নিরাপত্তা 

ভারত-পাক সংঘর্ষ বিরতির আবহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) উপর হামলার আশঙ্কায় বাড়ানো হল তাঁর নিরাপত্তা! বিদেশমন্ত্রী (Minister...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৪ মে (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...
Exit mobile version