Friday, November 14, 2025

দেবাঞ্জন কাণ্ডের জের! বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল

Date:

ভুয়ো ভ্যাকসিন কান্ডের কালপ্রিট দেবাঞ্জনের(Debanjan) সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের ছবি প্রকাশ্যে আসার পর প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকের বিধায়কদের সতর্কতার পাঠ দিল তৃণমূল(TMC)। বুঝিয়ে দেওয়া হল কোন অনুষ্ঠানে যাওয়ার আগে তাদের কী করতে হবে এবং কী ধরনের সর্তকতা নিতে হবে?

সোমবার পারিষদীয় দলের বৈঠকে বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি কোন অনুষ্ঠান বাড়ি যান সে ক্ষেত্রে আগে ভালো করে দেখে নিতে হবে আমন্ত্রিতদের তালিকা। একই নিয়ম প্রযোজ্য থাকছে কোনও অনুষ্ঠান মঞ্চে যোগ দেওয়ার ক্ষেত্রেও। তৃণমূলের তরফে বিধায়কদের জন্য এই অভিনব বার্তায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি ভুয়ো টিকা কাণ্ডে শাসক দলের ওপর বিরোধীদের চাপ বাড়ার জেরে এই পদক্ষেপ? যদিও সেই ধরনের জল্পনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।

আরও পড়ুন:দেশে যে আইনই নেই, সেই আইনে কীভাবে FIR ? কেন্দ্রকে নোটিশ ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের

যদিও সতর্কতার পাঠ দেওয়ার পাশাপাশি এদিন বিধানসভায় শাসকদলের কর্মপদ্ধতি নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় বিধায়কের সঙ্গে। জানানো হয়, সকল বিধায়ককে নিয়মিত উপস্থিত থাকতে হবে বিধানসভায়। হাউসে নানা রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তবে তার মধ্যে থেকেও অধিবেশন চালিয়ে নিয়ে যেতে হবে। বিরোধীদের বিক্ষোভ দেখে কোনও বিধায়ক যেন স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ না নেয় সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। প্রসঙ্গত সোমবার বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলের বৈঠকে সকল বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি, নির্মল ঘোষের মতো নেতৃত্বরা।

 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version