Friday, August 22, 2025

রাজ্যের ৯ হাজারেরও বেশি স্কুল থেকে ইতিমধ্যেই নবম শ্রেণির পরীক্ষার নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদের কাছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জুলাইয়ের আগেই মাধ্যমিকের (madhyamik examination) ফল প্রকাশ হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে। মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ জুলাই চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল । এক্ষেত্রে তার আগেই ফল প্রকাশ করে দেওয়া হতে পারে, তেমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । ইতিমধ্যেই ফল প্রকাশের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। আপাতত মাধ্যমিকের ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে বলেই পর্ষদ সূত্রের খবর। গত বারের মতো এবারও মাধ্যমিকের মার্কশিটে গ্রেডেশন দেওয়া থাকবে। যদিও ফল প্রকাশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এবারের ফল প্রকাশের ক্ষেত্রে নতুনত্ব কিছু নেই। গত বছরের মতই এ বছরও গ্রেডেশন দেওয়া হচ্ছে মাধ্যমিকের মার্কশিটে। পরীক্ষা না হলেও অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে শুধুমাত্র যে স্কুল থেকে সেই ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের নাম দেওয়া থাকবে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ জুলাই মাসের মধ্যে সম্ভব কী না, তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version