Wednesday, November 12, 2025

অনিরুদ্ধকে নিয়ে বেজায় আহ্লাদিত দিনহাটা৷ লন্ডনের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেলেন দিনহাটার কৃতি ছাত্র অনিরুদ্ধ দাস। দিনহাটা শহরের মদনমোহন এলাকায় তার বাড়ি। দিনহাটার গোপালনগর হাই স্কুল, শোনিদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিকের পর এবিএন শীল কলেজ থেকে স্নাতক হয়ে খড়গপুর আইআইটি থেকে এমএসসি করেন তিনি । খড়গপুর আইআইটি ও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পিএইচডি করার সুযোগ পেয়েছেন তিনি । বাবা প্রবীর রঞ্জন দাস একজন ওষুধ ব্যবসায়ী। মা অঞ্জনা দাস গৃহবধূ। দিনহাটার এই কৃতী ছাত্রকে এদিন সম্বর্ধনা দিল সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা। আজ তাদের বাড়িতে গিয়ে তার হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ছাড়াও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। শিক্ষক সিদ্ধেশ্বর সাহা বলেন, তার ছাত্র-ছাত্রীদের দীপঙ্কর সাহা, ধৃতিমান চৌধুরী, শুভ্রদীপ সাহা, সৌম্যদীপ সাহা প্রমুখদের নিয়ে গিয়ে কৃতি ছাত্রের সাথে আলাপ করিয়ে দেওয়ার সুযোগ করে দেন। দিনহাটার এই কৃতী অনিরুদ্ধর সাফল্যের কথা তার কাছেই জানতে পেরে এতে ছাত্র-ছাত্রীরাও আরো বেশি সমৃদ্ধ হবে। কৃতী অনিরুদ্ধ জানান তিনি খুব খুশি এধরনের সুযোগ পেয়ে। ছাত্রছাত্রীদের জন্য তিনি বলেন, মন দিয়ে পাঠ্যবই পড়তে হবে৷ যখন পড়তে মন চাইবে তখন পড়তে বসতে হবে৷ তবেই জীবনের সব পরীক্ষায় সাফল্য আসবে৷

 

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version