Saturday, August 23, 2025

বার কাউন্সিলের সিদ্ধান্তেই সুপ্রিম কোর্টে চিঠি, চেয়ারম্যানের সওয়াল হাইকোর্টে

Date:

করোনা- আবহে রাজ্য বার কাউন্সিলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য একযোগে প্রস্তাব গ্রহণ করেছিলেন, কাউন্সিলের যে কোনও সিদ্ধান্ত পদাধিকার বলে একা নিতে পারবেন চেয়ারম্যান৷ গত ১৮ জুন ২০২১ এই সিদ্ধান্ত গ্রহণ করেন বার কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য।

আর গৃহীত সেই প্রস্তাব অনুসারেই কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছিলেন৷ এই কাজ কখনই বার কাউন্সিলের নিয়ম-নীতি বহির্ভূত নয়৷

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যাণ্ডনের এজলাশে অশোক দেবের কৌঁসুলি এই সওয়াল করেছেন৷ পাশাপাশি বলেছেন, এই এই মামলা কোনও অবস্থাতেই জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়।

প্রসঙ্গত, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে অশোক দেব দিনকয়েক আগে দেশের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অপসারণ দাবি করেন৷ কাউন্সিলের ৩-৪ জন সদস্য পাল্টা দাবি করেন, এই সিদ্ধান্ত বার কাউন্সিলের নয়৷ কাউন্সিলের সদস্যরা সহমত হয়ে এই প্রস্তাব নেননি৷ অশোক দেবের ওই চিঠির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করা হয়।

ওই মামলার শুনানিতেই অশোক দেবের আইনজীবী আদালতে এই সওয়াল করেছেন৷ একইসঙ্গে আদালতে জানানো হয়েছে, ৫ জুলাই বার কাউন্সিলের সদস্যরা পূর্বগৃহীত প্রস্তাব ও সিদ্ধান্তে ফের সহমত পোষণ করেছেন৷ সুতরাং বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব কাউন্সিলের নিয়মবিরুদ্ধ কোনও কাজই করেননি৷ ফলে এই মামলারও কোনও ভিত্তি নেই৷

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version