পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু! অগ্নিগর্ভ বরাকর, সাসপেন্ড ২ পুলিশকর্মী

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের কুলটির (Kulti) বরাকরে। পুলিশ (Police) ফাঁড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। এলাকায় কয়েক দিন ধরেই অসামাজিক কার্যকলাপ বেড়ে যাচ্ছিল বলে অভিযোগ। সোমবার, রাতে চুরির অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। ঘটনায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড (Suspend) করা হয়েছে।

যুবকের মৃত্যুর খবর প্রকাশ পেতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুলিশি হেফাজতে অত্যাচারেই মৃত্যু হয় তাঁর।

এরপর এই এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। উত্তেজিত জনতা রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। থানার সামনে সিসি ক্যামেরা ভেঙে দেয় উত্তেজিত জনতা। প্রচুর পুলিশ বাহিনী নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে কমব্যাট ফোর্স। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনায় দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।