Sunday, August 24, 2025

বিজেপি নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের! তুমুল বিতর্ক গাজোলে

Date:

বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনের অভিযোগ উঠল কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) প্রতিনিধি দলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) গাজোলে৷ কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রাশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বুধবার গাজোলের রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের কেনবোনা এলাকা পরিদর্শনে যান। ওই এলাকায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে মানবধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। আদালতের নির্দেশ মেনে এদিন এলাকা পরিদর্শনে যান কমিশনের প্রতিনিধিরা। সেই দলের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি (Bjp) সাংসদ। আর এই নিয়ে সরব হয়েছে শাসকদল।

অভিযোগ, স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের। তৃণমূলের (Tmc) অভিযোগ, তাঁদের এক কর্মী আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু কমিশনের কোনও সদস্যই ওই পরিবারের সঙ্গে কথা বলেননি৷

প্রশ্ন উঠেছে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কেন ছিলেন বিজেপি নেতা? ভোট-পরবর্তী হিংসা সম্পর্কে জানতে কেন শুধুমাত্র একতরফা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে গেলেন তাঁরা? কেনই বা আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে কথা বলা হল না?

তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসুর অভিযোগ, ‘‘মানবাধিকার কমিশন এখন কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে। মালদহে ভোট পরবর্তী হিংসার কোন খবর নেই। বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বেছে বেছে বিজেপির কর্মীদের বাড়ি যাচ্ছে কিন্তু আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথাও বলছেন না”।

যদিও আরে বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের মতে, এই অভিযোগ ঠিক নয়। যাঁদের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা এলাকা চেনেন না বলেই স্থানীয়দের সঙ্গে নিয়েছিলেন। কিন্তু স্থানীয় হিসেবে কেন শুধু বিজেপির নেতাকেই সঙ্গে নিতে হল তার সদুত্তর দিতে পারেননি।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version