Thursday, August 28, 2025

বিরোধী দলনেতাকে নিয়ে “বাবাকে বলো” কর্মসূচি এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের খোরাক

Date:

ফের ট্রোল রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)।
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল “বাবাকে বলো”! (Baba Ke Bolo) ফেসবুকে বিভিন্ন গ্রুপে এখন এটাই ট্রেন্ডিং। নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ককে দেখলেই বলা হবে “বাবাকে বলো”। শুভেন্দুর বাবা শিশির অধিকারীর (Sishir Adhikary) ছবি ও ফোন নম্বর দিয়ে “বাবাকে বলো” ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যা নেটিজেনদের হাতে হাতে। তাদের হাসির খোরাক এখন “বাবাকে বলো”!

কিন্তু কেন শুভেন্দুকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল “বাবাকে বলো”? ঘটনার সূত্রপাত কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে নিয়ে। বিজেপির টিকিটে ভোটে জেতার পর মুকুল রায়ের “ঘর ওয়াপাসি” নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। দলবিরোধী তত্ত্ব সামনে এনে বিধায়ক পদ খারিজের জন্য আদাজল খেয়ে মুকুলের পিছনের পড়েছেন শুভেন্দু। কেন মুকুল রায় পদত্যাগ করবেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু।

আর তারই পাল্টা দিয়ে তৃণমূলের দাবি, শিশিরবাবু তো তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এখন বিজেপির সঙ্গে শিশিরবাবুর ঘনিষ্ঠতা বেড়েছে। সাংসদ পদ থেকে পদত্যাগ না দিয়েই ভোটের সময় দল বিরোধী কাজ করেছেন। বিজেপির পক্ষে কথা বলেছেন। এমনকি, মঞ্চে উঠে ভাষণ দিয়েছেন। তাই শিশিরবাবুও সাংসদ পদ থেকে পদত্যাগ করুন। এবং ছেলে হয়ে আগে বাবাকে পদত্যাগ করতে বলুক শুভেন্দু। অর্থাৎ, চ্যারিটি বিগিন্স এট হোম!

এ প্রসঙ্গে নৈহাটির তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিক বলেন, “আমাদের দল তৃণমূল লোকসভা ভোটে ১৮টি আসনে বিজেপির কাছে হেরে যায়। তারপর তৃণমূল একটি কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচি ছিল ‘দিদিকে বলো’। মানুষকে আমরা বলেছিলাম, কন্যাশ্রী না পেলে দিদিক বলো। রূপশ্রী না পেলে দিদিকে বলো। সবুজ সাথী না পেলে দিদিকে বলো, রেশন না পেলে দিদিকে বলো। তাই এখন আমরা শুভেন্দু অধিকারীকে বলছি, বাবাকে বলো। দলত্যাগ বিরোধী আইনের বিষয়ে শুভেন্দু অধিকারী তুমি বাবাকে বলো।’’

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version