চাঁদনি চক (Chandni Chowk) এলাকায় তিন তলা বাড়িতে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ (Police) সূত্রে খবর, গলায় ফাঁস দেওয়া অবস্থায় বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন-ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডে CBI নয়, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা হাইকোর্টের
পুলিশ জানিয়েছে, হরিদেবপুরের (Haridebpur) বাসিন্দা নেপাল দাস। কর্মসূত্রে চাঁদনি চকে থাকতেন ছেলে সৌরভ দাস এবং পুত্রবধূ সঙ্গীতা দাসের সঙ্গে। উদ্ধার হওয়া মোবাইলে ভয়েস রেকর্ড রয়েছে। যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, মাত্রাতিরিক্ত ঋণের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তিনি। তবে সেই কণ্ঠস্বর মৃত নেপাল দাসের কিনা, তা নিশ্চিত করতে তদন্তে নেমেছেন আধিকারিকরা। ভয়েস রেকর্ডটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
