Saturday, May 17, 2025

হোমগুলির বাসিন্দাদের ভ্যাকসিন দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

Date:

রাজ্যের বিভিন্ন হোমের বাসিন্দাদের বয়স অনুযায়ী দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ

দেশের হোমগুলির অবস্থা খতিয়ে দেখতে সব রাজ্যের হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের ভিত্তিতেই রাজ্য সরকারের কাছে হোম-সংক্রান্ত রিপোর্ট তলব করেছিলো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য সেই রিপোর্ট জমা দেয়৷ আর সেই রিপোর্ট দেখেই কার্যত ক্ষিপ্ত হয়ে যান দুই বিচারপতি ৷ চড়া সুরে অসন্তোষ প্রকাশ করে রাজ্যের সমালোচনা করে আদালত৷ ওই রিপোর্টে দেখা যায়, গত ১৪ জুন পর্যন্ত রাজ্যের হোমগুলিতে মোট ৩০ জন করোনা-আক্রান্ত হয়েছেন৷ এদিন সেই মামলার শুনানিতে আদালতের তোপের মুখে পড়ে রাজ্য৷ হোমগুলির বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি দেখে আদালত এদিন গভীর অসন্তোষ প্রকাশ করে রাজ্যের সমস্ত হোমের বাসিন্দাদের করোনা-ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

ওদিকে জানা গিয়েছে, রাজ্যের পেশ করা রিপোর্টে বিচারপতিরা লক্ষ্য করেন, একটি হোমের শুধু একটি তলা নির্মাণ করতেই à§©.৪১ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য দেখে বিচারপতিরা প্রশ্ন করেন, “একটি ফ্লোর নির্মাণে যদি এত টাকা খরচ হয়, তাহলে রাজ্যের হোমগুলির সামগ্রিক পরিস্থিতি এত খারাপ কেন? তাহলে কি হোম নির্মাণের টাকা থেকেও কাটমানি নিয়ে ঠিকাদাররা নিজেদের রাজপ্রাসাদ গড়ছে?”

এর পরেই রাজ্যের হোমগুলি কী অবস্থায় আছে, কীভাবে টেন্ডার প্রক্রিয়া করা হয়,কতগুলি টেন্ডার হয়েছে, টেন্ডার অনুসারে কাজ হয়েছে কি’না, তার বিস্তারিত রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

আরও পড়ুন- কসবা ভুয়ো ভ্যাকসিন- কাণ্ডের তদন্তে নামছে ED, কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা

Related articles

স্ত্রীকে খুন করে ১০ কিমি এলাকা জুড়ে দেহের টুকরো ছড়ানো! টের পেল না যোগীর পুলিশ

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনশৃঙ্খলা একেবারে তলানিতে। সে রাজ্যে অশান্তির পর খুন এবং খুনের পর কেটে টুকরো টুকরো...

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...
Exit mobile version