মুকুল রায় না’কি অন্য কেউ? PAC-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা আজ

0
1

বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিন আজ, শুক্রবার। সাধারণভাবে অধিবেশনের শেষ দিনেই বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ। তাই এদিনও তেমনই হবে৷

 

ফলে আজ শিরোনামে থাকতে চলেছে PAC বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন, সেই বিষয়টি৷ রাজনৈতিক মহলও নজর রাখছে, PAC-র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দিকে। বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের হাতেই কি তুলে দেওয়া হবে গুরুত্বপূর্ণ PAC চেয়ারম্যানের পদ? অধিবেশনের শেষদিনের কৌতূহল এই একটি বিষয়েই৷

আরও পড়ুন: এবার খুনের মামলায় শুভেন্দু, দেহরক্ষীর স্ত্রীর বিস্ফোরক চিঠি

গত ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। কিন্তু বিধানসভার নথিতে এখনও তিনি বিজেপির বিধায়ক। মুকুলবাবুকে PAC-র চেয়ারম্যান করা হচ্ছে বলে তৃণমূল শিবির আগেই ইঙ্গিত দিয়েছে। নির্বাচিত PAC সদস্যদের তালিকাতেও নাম রয়েছে মুকুল রায়ের। নির্বাচিত ২০ সদস্যদের মধ্যে থেকেই একজনকে চেয়ারম্যান করবেন বিধানসভার অধ্যক্ষ। আর সেই নাম ঘোষণা আজই হতে চলেছে৷ মুকুল রায়কে PAC-র চেয়ারম্যানের দায়িত্বভার অর্পন করা হবে নাকি অন্য কোনও নাম চূড়ান্ত হবে, সেটাই আজ সব পক্ষের নজরে৷