Thursday, August 28, 2025

রাজ্য বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল? দিলীপকে হঠাৎ তলব নাড্ডার

Date:

হঠাৎই বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জরুরি তলব করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। শনিবার, রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ। রবিরার, সকালে বৈঠকের সম্ভাবনা বলে সূত্রের খবর।

সূত্রের খবর, রাজ্য বিজেপিতে বড় ধরনের সাংগঠনিক রদবদল হতে পারে। মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েছেন বাংলার দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (Dabasree Chowdhury)। এর মধ্যে দেবশ্রীকে সাংগঠিক স্তরে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

একই সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতির পদেও বদল হওয়ার সম্ভাবনা। কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করে যুবমোর্চার সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুক লাইভে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পরে আবার ঢোঁক গিলে ফিরেও আসেন। কিন্তু বারবার প্রকাশ্যে তাঁর এই ধরনের দল বিরোধী মন্তব্য গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলছে। সুতরাং, সেই পদে বদলের সম্ভাবনা রয়েছে। আর কোনও পদে নতুন কাকে বসায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই দেখার।

আরও পড়ুন-ভিড় বাড়ছে , তাই সোমবার থেকে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা

তবে, শুধু সৌমিত্র খাঁ নন, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অনেক নেতাই বেসুরো। এদিকে বঙ্গভঙ্গ নিয়ে উত্তরের নেতাদের মতের সঙ্গে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখছে রাজ্যে নেতৃত্ব। এই পরিস্থিতিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যনৈতিক মহল।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version