Wednesday, November 5, 2025

রাজ্য বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল? দিলীপকে হঠাৎ তলব নাড্ডার

Date:

হঠাৎই বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) জরুরি তলব করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। শনিবার, রাতেই দিল্লি যাচ্ছেন দিলীপ। রবিরার, সকালে বৈঠকের সম্ভাবনা বলে সূত্রের খবর।

সূত্রের খবর, রাজ্য বিজেপিতে বড় ধরনের সাংগঠনিক রদবদল হতে পারে। মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েছেন বাংলার দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (Dabasree Chowdhury)। এর মধ্যে দেবশ্রীকে সাংগঠিক স্তরে বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

একই সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতির পদেও বদল হওয়ার সম্ভাবনা। কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করে যুবমোর্চার সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুক লাইভে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। পরে আবার ঢোঁক গিলে ফিরেও আসেন। কিন্তু বারবার প্রকাশ্যে তাঁর এই ধরনের দল বিরোধী মন্তব্য গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলছে। সুতরাং, সেই পদে বদলের সম্ভাবনা রয়েছে। আর কোনও পদে নতুন কাকে বসায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই দেখার।

আরও পড়ুন-ভিড় বাড়ছে , তাই সোমবার থেকে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা

তবে, শুধু সৌমিত্র খাঁ নন, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অনেক নেতাই বেসুরো। এদিকে বঙ্গভঙ্গ নিয়ে উত্তরের নেতাদের মতের সঙ্গে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখছে রাজ্যে নেতৃত্ব। এই পরিস্থিতিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যনৈতিক মহল।

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version