Sunday, August 24, 2025

মন্ত্রী হননি রাজু, গোর্খা বঞ্চনার অভিযোগ তুলে মোদিকে চিঠি বিজেপি বিধায়কের

Date:

দু’জন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছে উত্তরবঙ্গ(North Bengal)। তবে দার্জিলিং(Darjeeling) থেকে সাংসদ রাজু বিস্তর(Raju Bisht) মন্ত্রী হওয়ার একটি গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত মোদির মন্ত্রিসভায় জায়গা মেলেনি দার্জিলিংয়ের সাংসদের। এই ঘটনায় মোটেই খুশি নন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা(Neeraj zimba)। ফলস্বরূপ শুক্রবার রীতিমতো অভিমানের সুরেই মোদিকে চিঠি লিখলেন তিনি।

বিধানসভা নির্বাচনে বিজেপি কার্যত ধরাশায়ী হলেও উত্তরবঙ্গে কিছুটা আশানুরূপ ফল করেছে গেরুয়া শিবির। দার্জিলিংয়ের পাঁচটি আসনের মধ্যে সবকটি আসন দখল করেছে তারা। এই জয়ের পুরো কৃতিত্ব সাংসদ রাজু বিস্তকে দিয়ে মোদিকে লেখা চিঠিতে নীরজের আবেদন, জেলার ৫টি আসনেই রাজু বিস্তই দলকে জিতিয়েছেন। দার্জিলিং-এর পাহাড়িরা, তরাই ও ডুয়ার্সের মানুষ সাংসদ রাজু বিস্তকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে চারজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:প্রয়াত কিংবদন্তি পরিচালক রবার্ট ডাউনি সিনিয়র

একই সঙ্গে বিজেপির ওপর আস্থা রাখা পাহাড়বাসীর ক্ষোভ যে গেরুয়া শিবিরের উপর ক্রমশ বাড়ছে সে কথা উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সংকল্পপত্র ও বারবার আশ্বাস দেওয়ার পরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরও বিজেপি নেতাদের ওপর আস্থা রেখেছে দার্জিলিংয়ের মানুষ। তবে দীর্ঘদিন দার্জিলিংয়ের মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি গোর্খারা যে ভালোভাবে নেবে না সে কথা উল্লেখ করে বিজেপি বিধায়ক লেখেন, এটা শুধুমাত্র আশাহত হওয়ার বিষয় নয়, কেন্দ্রের এই পদক্ষেপে গোর্খারা মনে করছে বিজেপি তাদের ইস্যু ও গোর্খাদের মোটেই গুরুত্ব দিয়ে দেখছে না। উত্তরবঙ্গের মানুষ এবং দেশের সমস্ত গোর্খাদের হয়ে তিনি যে এই চিঠি লিখেছেন সে কথাও স্মরণ করিয়ে দেন দার্জিলিংয়ের বিধায়ক।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version