Tuesday, November 4, 2025

প্রাথমিক-এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও প্রাথমিকের টেট (TET Examination) নেওয়ার চেষ্টা করা হবে। প্রাথমিক ও এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শনিবার, নবান্নে (Nabanna) এই ঘোষণা করেন তিনি। বলেন “এবার থেকে প্রত্যেক বছর এসএসসি (SSC) ও প্রাইমারি টেট (Tet) নেওয়ার চেষ্টা করব। রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখব।”

কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। তার ফলে ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার বিষয় নিয়ে তৎপরতা শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার, কলকাতার হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু বলেন, “আদালতকে ধন্যবাদ। প্রেস কনফারেন্স করে কী ভাবে ইন্টারভিউ নেওয়া হবে সেই বিষয়ে বিশদে জানিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন।”

আরও পড়ুন-বিজেপি-র যুবমোর্চার সভাপতি পদে বদল! সৌমিত্রর বদলে কোন ৩ নাম?

গত ৭ বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। আইনি জটিলতার মুখে একাধিকবার পড়েছে এই নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকের তালিকা প্রকাশ নিয়েও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, অস্বচ্ছতার অভিযোগগুলির ক্ষেত্রে রাজনৈতিক কারণে থেকে বেশি মামলা হয়েছে। রাজ্য সরকারের উন্নয়নের গতি শ্লথ করে দেওয়ার উদ্দেশ্যেই এই অপচেষ্টা বলে বলে অভিযোগ করেন ব্রাত্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তিনি জানান, “নিয়োগ প্রক্রিয়া চাই তাই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। আদালতকে জানিয়েই আমরা সবকিছু করতে চাই।” শিক্ষামন্ত্রীর এই মন্তব্য থেকে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা।

 

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version