Saturday, November 8, 2025

ভিড় বাড়ছে , তাই সোমবার থেকে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা

Date:

যাত্রীদের সুবিধার কথা ভেবে সোমবার থেকে মেট্রোরেলের (metro rail) সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata metro railway)। এখন কলকাতায় রোজ ৪৫ জোড়া মেট্রো চলছে। সোমবার থেকে চলবে ৫২ জোড়া মেট্রো। সোমবার থেকে প্রতিদিন চলবে ৫২ জোড়া অর্থাৎ ১০৪ টি করে মেট্রো যাতায়াত করব । জরুরি পরিষেবা (metro available only for emergency staff) সহ বেশ কয়েকটি ক্ষেত্রের যুক্ত থাকা কর্মীদের যাতায়াতের জন্য এখন মেট্রো চালানো হচ্ছে। কর্মীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই এই অবস্থায় মৃত্যুর সংখ্যা বাড়ানো না হলে ট্রেনের ভিতর সামাজিক দূরত্ব বজায় (social distance) রাখা মুশকিল হবে। ফলে ফের ছড়াতে পারে করোনা সংক্রমণ । তাই মেট্রোর ভিতরে দুজন যাত্রীর মধ্যে যাতে নূন্যতম দূরত্ব বজায় রাখা সম্ভব হয়, সে কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

 

সেইসঙ্গে মেট্রোর সময়সূচিতেও বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে । এতদিন সকাল সাড়ে আটটায় প্রথম মেট্রো চালু হত। কিন্তু সোমবার থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল ৭ টায়। এরপর থেকে ১১.৩০ পর্যন্ত ৮ মিনিট অন্তর চলবে মেট্রো। ১১.৩০ থেকে বিকেল ৩. ১৫ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আবার ৩ টে ১৫ থেকে মেট্রো চালু হবে। বর্তমানে সাড়ে ৩ টে থেকে দ্বিতীয় পর্বের মেট্রো পরিষেবা চালু হয়, অর্থাৎ সেই সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। বর্তমানে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে সন্ধে ৭ টায়। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সীমা আরো ১৫ মিনিট বাড়িয়ে ৭.১৫ করা হলো। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, চিকিৎসার সঙ্গে সম্পর্কিত কর্মীরা, আদালতের কর্মী, বিদ্যুৎ ও পানীয় জল সংক্রান্ত পরিষেবায় কর্মরত কর্মীরা, ব্যাঙ্ককর্মী, সংবাদমাধ্যমের কর্মী, সংশোধনাগারে কর্মরতরা, টেলিকম পরিষেবা, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর, স্যানিটাইজেশন, বীমা, নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া বাকি কেউ এখন মেট্রোয় যাতায়াত করতে পারেন না। মেট্রো ভবন সূত্রে জানানো হয়েছে, ক্রমশই ভিড় বাড়লেও কোনভাবেই যাতে সংক্রমণ ছড়াতে না পারে সে কারণে সমস্ত রকম কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনেই মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version