Sunday, November 9, 2025

রাজনীতি ছেড়ে ফের ক্রিকেটের বাইশ গজ, এবার কোচের ভূমিকায় লক্ষ্মীরতন শুক্লা

Date:

বিধানসভা ভোটের আগে স্রোতে ভেসে অনেক নেতা-মন্ত্রীরা তৃণমূল ত্যাগ করেছিলেন। তাঁদের বেশিরভাগ গেরুয়া হাওয়া গায়ে মেখেছিলেন। তবে ব্যতিক্রমী তিনি। সুবিধাবাদীদের মতো ভোটের আগে শুধু তৃণমূল ছাড়েননি, ছেড়েছিলেন সক্রিয় রাজনীতি। তিনি লক্ষ্মীরতন শুক্লা (Lakshi Ratan Shukla)। বাংলা, ভারত ও আইপিএলের প্রাক্তন ক্রিকেটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতির ময়দানে হাতেখড়ি হওয়ার পর ২০১৬ সালে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন। ঠিক একুশের বিধানসভা ভোটের আগে ডামাডোলের বাজারে দল ছাড়েন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তখন মনে করা হয়েছিল, বাকিদের মতো তিনিও বিজেপিতে নাম লেখাবেন। কিন্তু না। খেলায় ফিরতে চেয়েই রাজনীতিকে আলবিদা বলেছিলেন। নেত্রীকে সেকথা বলেও ছিলেন। যেমন কথা তেমন কাজ। ফের খেলার মাঠেই ফিরলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার ও বাংলার অধিনায়ক লক্ষ্মীরতন। বাংলা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হলেন তিনি। আজ, শনিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি।

বাংলা ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের হয়ে তিনটি ওয়ান-ডে ম্যাচ খেলা লক্ষ্মী কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলও খেলেছেন। তিনি বাংলা ক্রিকেট তথা ঘরোয়া ক্রিকেটের একজন জনপ্রিয় পরিচিত নাম।

সিএবি-র বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী বছর মার্চ মাস পর্যন্ত বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে থাকবেন ভিভিএস লক্ষণ ( VVS Laxman)। প্রধান কোচ হিসেবেই থাকছেন অরুণ লালও (ArunLal)। অন্যদিকে, সৌরাশিস লাহিড়ীকে (Saurasish Lahiri) করা হল বাংলার সিনিয়র দলের সহকারি কোচ। বোলিং কোচের ভূমিকায় এলেন বাংলার আরেক প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল (Shabsankar Paul).

আরও পড়ুন- এবার নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

 

Related articles

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...
Exit mobile version