৩দিন ধরে মৃতদেহের সঙ্গে বসবাস, ধৃত রুমমেটই কি মৃত্যুর জন্য দায়ী?

তিনদিন ধরে মৃতদেহের সঙ্গে বসবাসের অভিযোগ উঠল এক মাদকাসক্ত (Drug Addicted) যুবকের বিরুদ্ধে। শনিবার সকালে শিলিগুড়ির (Siliguri) বাগডোগরার ভুজিয়াপানি গোয়ালাবস্তি এলাকার ঘটনা। পুলিশ (Police) দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহের সঙ্গে বসবাসকারী যুবককে গ্রেফতার করে জেরা শুরু হয়েছে। পুলিশ সূত্রে, মৃত যুবককে খুন করা হয়েছে নাকি নেশার ঘোরেই মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের (Post-mortem) জন্য দেহ পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘর থেকে দুদিন ধরে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার সকালে অতিষ্ঠ হয়ে বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরে মৃতদেহ দেখতে পান। সেখানে আরেক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নেশার কারবারও চলছে। মৃত যুবক এলাকার বাসিন্দা নন বলে স্থানীয় সূত্রে খবর। তবে, যে বাড়িতে ঘটনাটি ঘটছে সেটি স্থানীয় যুবকের। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন:ফের যোগীরাজ্যে দলিত যুবককে বেধড়ক মার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়