১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা( india-srilnaka) একদিনের সিরিজ। শনিবার এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট( bcci precedent) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। ১৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল লঙ্কানদের বিরুদ্ধে একদিনের সিরিজ। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট দলে করোনা থাবা বসানোয় সিরিজ পিছিয়ে নিয়ে যাওয়া হল।

গত শুক্রবারই করোনায় আক্রান্ত হন শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং  ভিডিয়ো তথ্য বিশ্লেষক জি টি নিরোসান। এরপরই নড়চড়ে বসে দুই দেশের বোর্ড।

এদিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা আক্রমণের জন্য আসন্ন সিরিজ পিছিয়ে গেল। তাই à§§à§© জুলাইয়ের বদলে আগামী à§§à§® জুলাই থেকে একদিনের সিরিজ শুরু হবে। ২৫ জুলাই থেকে আরম্ভ হবে টি-টোয়েন্টি সিরিজ।”

নতুন সূচি অনুসারে ১৮ জুলাই সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২০ ও ২৩ জুলাই। টি-২০ ম্যাচগুলি হবে ২৪, ২৫ এবং ২৭ জুলাই।

আরও পড়ুন:দ্বিতীয়বার বাবা হলেন হরভজন সিং, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন গীতা