Sunday, August 24, 2025

পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে কর্তৃপক্ষকে ডেকে পাঠালো পুলিশ, হোটেলের বিরুদ্ধে দায়ের FIR

Date:

পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে এবার পার্ক হোটেল কর্তৃপক্ষকে তলব করল পুলিশ। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে পার্টিতে উপস্থিত কয়েকজন মহিলাকেও। পুলিশ সূত্রে খবর, প্রায় একমাস ধরে এই হোটেলে পার্টি করছিলেন অভিযুক্তরা। তাঁরা অধিকাংশই কল সেন্টারের কর্মী। রবিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন,সরকারি কর্মীকে কাজে বাধা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে।

অভিযোগ,শনিবার রাতে করোনা বিধিকে শিকেয় তুলে পার্কস্ট্রিটের অভিজাত এই হোটেলের তিন ও চারতলার করিডরে গভীর রাত পর্যন্ত পার্টি চলছিল । তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয়। এরপরই এই ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মাদকজাত দ্রব্যও। বাজেয়াপ্ত করা হয়েছে ১টি মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু হয়েছে।

সাটার্ডে নাইট পার্টিকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় চলে পার্কট্রিটের এই অভিজাত হোটেলে। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হোটেলে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পুলিসগ সূত্রের খবর , তারস্বরে মিউজিক চালিয়ে পার্টি করছিল অভিযুক্তরা। পুলিশ পার্টি বন্ধ করতে বলতেই উন্মত্ত অবস্থায় কেউ কেউ পুলিশের ওপর চড়াও হয়। এর পরই কড়া ব্যবস্থা নেয় পুলিশ।

খাস কলকাতার বুকে এমন নামজাদা হোটেলের কর্তৃপক্ষ করোনা বিধিকে উপেক্ষা করে কী করে  পার্টি করার ছাড়পত্র দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হোটেলের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version