রণকৌশল সাজিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে আগামিকাল মঙ্গলবার থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা৷ তৃণমূল নেতা মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে নামতে চলেছে বিজেপি। এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুন-ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের
এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, তাঁদের অধিকার কেন শুভেন্দু কেড়ে নিতে চাইছেন? দরকার হলে ওঁ (শুভেন্দু অধিকারী) বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করুক। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন একটা সময় কিছুদিন বিধানসভায় ছিলেন মন্ত্রীও ছিলেন। ওঁ (শুভেন্দু) বড় কেউ নয়। এইসব কিছু বলছে সেই অর্থে কিছু জানে না।
এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে কুণাল বলেন, “তৃণমূলে শুধু পাকা দেখা হয়েছে, বিয়ে হয়নি। বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন। ”