Friday, November 14, 2025

সোমবার ভোরবেলায় হাওড়ার সালকিয়ায় (fire at salkia cotton factory) একটি তুলোর গুদামে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (fire brigade) ৭ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলে ও তুলোর গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার (Howrah divisional officer) ডিভিশন্যাল অফিসার তপন কুমার ঘোষ, রয়েছেন গোডাউনের মালিক সুনীল টিব্রেওয়ালও।

দমকল সূত্রে জানানো হয়েছে, হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন মড়াপোড়া ঘাট এলাকায় তুলোর গোডাউনে ভোর প্রায় চারটে নাগাদ আগুন লাগে। ভোরে গঙ্গাস্নান করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরাই দ্রুত দমকলে খবর দেন। গোডাউনের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুলোর গুদামটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছিল। আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। আর স্বল্পপরিসর জায়গা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন দ্রুত আগুন নেভানোর। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে কি কারনে এই আগুন তা নিশ্চিত ভাবে এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে ডোমকল সূত্রে জানানো হয়েছে । সকালে গোডাউনে আগুন লাগার খবর পেয়েই পৌঁছেছেন মালিক। তিনিও কর্মীদের আশ্বস্ত করছেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version