Sunday, August 24, 2025

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে চলছে লকডাউন। এদিকে লকডাউনের প্রভাব পড়েছে ইলিশ বিক্রির উপরেও। বরিশাল থেকে ঢাকায় ইলিশ সরবরাহ শুরু হয়েছে ঠিকই, কিন্তু দাম বেড়েছে দেড়গুণ।

সোমবার সকালে বরিশাল পোর্ট রোড পাইকারি ইলিশের আড়ত থেকে ঢাকায় পৌঁছয় ১৬০০ কেজি ইলিশ। এদিকে ইলিশ সরবরাহ শুরু হলেও দাম বেড়েছে অনেকটাই। ইলিশ সরবরাহকারীদের সুপারভাইজার বাদশা মিয়ার কথায়, এই সময় ইলিশের চাহিদা থাকে। পাশাপাশি থাকে যোগানও। কিন্তু লকডাউনের জন্য বন্ধ ছিল মাছ সরবরাহ। কিন্তু এবার থেকে অল্প পরিমাণে মাছ ঢাকার বাজারে সরবরাহ করা শুরু হয়েছে। কিন্তু আগে এক কেজি ইলিশ মাছের দাম যেখানে ছিল ১০০০ টাকা এবং ৮০০ গ্রামের দাম ছিল ৭০০ টাকা তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০০ এবং ১০০০ টাকায়। তিনি আরও জানান, লকডাউনের আগে পর্যন্ত দিনে ৫ থেকে ৬ গাড়ি ইলিশ ঢাকায় পাঠানো হত। কিন্তু এখন সেই সংখ্যা কমে ১০ ভাগের একভাগ হয়ে গিয়েছে।
ইলিশের যোগান কম থাকায় বহু মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়ছে। মৎস্যজীবীদের পাশাপাশি যাঁরা ইলিশ ট্রাকে লোড এবং আনলোডের কাজ করছে তাঁদের অনেকে কাজ হারিয়েছেন। অন্যান্য সময় তাঁরা এই কাজ করে দিনে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করেন।

এদিকে, জালে উঠছে না ইলিশ, জানাচ্ছেন মৎস্যজীবীরা। তাঁদের কথায়, ইলশেগুঁড়ির বৃষ্টি থাকলেও ইলিশের দেখা নেই। তবে কি পদ্মায় কমে যাচ্ছে ইলিশ? উঠছে প্রশ্ন।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version