Wednesday, December 17, 2025

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে চলছে লকডাউন। এদিকে লকডাউনের প্রভাব পড়েছে ইলিশ বিক্রির উপরেও। বরিশাল থেকে ঢাকায় ইলিশ সরবরাহ শুরু হয়েছে ঠিকই, কিন্তু দাম বেড়েছে দেড়গুণ।

সোমবার সকালে বরিশাল পোর্ট রোড পাইকারি ইলিশের আড়ত থেকে ঢাকায় পৌঁছয় ১৬০০ কেজি ইলিশ। এদিকে ইলিশ সরবরাহ শুরু হলেও দাম বেড়েছে অনেকটাই। ইলিশ সরবরাহকারীদের সুপারভাইজার বাদশা মিয়ার কথায়, এই সময় ইলিশের চাহিদা থাকে। পাশাপাশি থাকে যোগানও। কিন্তু লকডাউনের জন্য বন্ধ ছিল মাছ সরবরাহ। কিন্তু এবার থেকে অল্প পরিমাণে মাছ ঢাকার বাজারে সরবরাহ করা শুরু হয়েছে। কিন্তু আগে এক কেজি ইলিশ মাছের দাম যেখানে ছিল ১০০০ টাকা এবং ৮০০ গ্রামের দাম ছিল ৭০০ টাকা তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০০ এবং ১০০০ টাকায়। তিনি আরও জানান, লকডাউনের আগে পর্যন্ত দিনে ৫ থেকে ৬ গাড়ি ইলিশ ঢাকায় পাঠানো হত। কিন্তু এখন সেই সংখ্যা কমে ১০ ভাগের একভাগ হয়ে গিয়েছে।
ইলিশের যোগান কম থাকায় বহু মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়ছে। মৎস্যজীবীদের পাশাপাশি যাঁরা ইলিশ ট্রাকে লোড এবং আনলোডের কাজ করছে তাঁদের অনেকে কাজ হারিয়েছেন। অন্যান্য সময় তাঁরা এই কাজ করে দিনে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করেন।

এদিকে, জালে উঠছে না ইলিশ, জানাচ্ছেন মৎস্যজীবীরা। তাঁদের কথায়, ইলশেগুঁড়ির বৃষ্টি থাকলেও ইলিশের দেখা নেই। তবে কি পদ্মায় কমে যাচ্ছে ইলিশ? উঠছে প্রশ্ন।

Related articles

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...
Exit mobile version