Wednesday, August 27, 2025

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর দেহরক্ষীর (Security Guard) রহস্যমৃত্যুর (Unnatural Death) ঘটনায় এবার তদন্তভার নিল সিআইডি (CID)। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত তদন্তকারী আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন বলে ভবানী ভবন (Bhawani Bhavan) সূত্রে খবর।

প্রসঙ্গত, এফআইআরে (FIR) একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন একদা শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর (Suvabrata Chakraborty) স্ত্রী। মৃত দেহরক্ষীর স্ত্রী-এর প্রশ্ন, শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকাকালীন অবস্থায় কীভাবে গুলিবিদ্ধ হলেন তাঁর স্বামী? কেন তাঁকে সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া হল না? তাঁর এই অভিযোগের প্রেক্ষিতেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করতে চলেছে CID.

উল্লেখ্য, ২০১৮ সালে ১৩ অক্টোবর কাঁথির পুলিশ বারাকে মাথায় গুলি লেগে নিহত হন রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। প্রায় আড়াই বছর পর গত শুক্রবারই কাঁথি থানায় (Contai PS) নতুন করে এফআইআর (FIR) দায়ের হয়। স্বামীকে খুনের অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় এফআইআর দায়ের করেন শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। সুপর্ণাদেবীর অভিযোগ, তাঁর স্বামীকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এর পিছনে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত। আর সেই অভিযোগের ৭২ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার ঘটনার তদন্তভার কাঁধে নিল CID.

এদিকে, দীর্ঘ আড়াই বছর পর কেন শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় নতুন করে অভিযোগ আনা হচ্ছে, সেই প্রশ্নও উঠছে। তাই রহস্যের শিকড়ে পৌঁছতে এবার অধুনা বিজেপি নেতা শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কোমর বেঁধে তদন্তে নামছে CID.

আরও পড়ুন:বিধি মেনে মন্দিরেই মহেশের ‘রথযাত্রা’, শিলা যাবে মাসিরবাড়ি

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version