Tuesday, November 11, 2025

মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের তদন্তে CID, বুধবার যাচ্ছেন অনুব্রত

Date:

মঙ্গলকোটের (Mangalkot) তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় তদন্ত শুরু CID-র। মঙ্গলবার CID-র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে যান। আধিকারিকরা কথা বলেন মঙ্গলকোট থানার অফিসারদের সঙ্গেও।

ইতিমধ্যেই অসীম দাসের খুনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল নেতা অসীম দাসকে।

আগামীকাল, বুধবার মঙ্গলকোটে যাবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেছেন, “খুব ভালো ছেলে ছিল, খুব ভালো সংগঠন করত। বিজেপির পাঁচ সদস্য সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁরাই খুনের হুমকি দিয়েছিল। সংগঠনে না পেরে মানুষ খুন করতে ব্যস্ত হয়েছে।” ইতিমধ্যেই মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।

আরও পড়ুন-মুকুলকে কেন PAC চেয়ারম্যান? প্রতিবাদে ৮টি কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

সোমবার সন্ধে নাগাদ কাশেমনগর বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে লাকুরিয়া অঞ্চলে তৃণমূল নেতা আক্রান্ত হন৷ ‘দাদা’ বলে ডেকে অসীম দাসের বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে একটিই গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হওয়ার পরই তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয়রা মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকালই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি-সহ তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে যান। এই ঘটনায় বিজেপি জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

 

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version