Saturday, August 23, 2025

মঙ্গলকোটের তৃণমূল নেতা খুনের তদন্তে CID, বুধবার যাচ্ছেন অনুব্রত

Date:

মঙ্গলকোটের (Mangalkot) তৃণমূল নেতা অসীম দাস খুনের ঘটনায় তদন্ত শুরু CID-র। মঙ্গলবার CID-র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে যান। আধিকারিকরা কথা বলেন মঙ্গলকোট থানার অফিসারদের সঙ্গেও।

ইতিমধ্যেই অসীম দাসের খুনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল নেতা অসীম দাসকে।

আগামীকাল, বুধবার মঙ্গলকোটে যাবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেছেন, “খুব ভালো ছেলে ছিল, খুব ভালো সংগঠন করত। বিজেপির পাঁচ সদস্য সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তাঁরাই খুনের হুমকি দিয়েছিল। সংগঠনে না পেরে মানুষ খুন করতে ব্যস্ত হয়েছে।” ইতিমধ্যেই মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।

আরও পড়ুন-মুকুলকে কেন PAC চেয়ারম্যান? প্রতিবাদে ৮টি কমিটি থেকে ইস্তফা বিজেপি বিধায়কদের

সোমবার সন্ধে নাগাদ কাশেমনগর বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে লাকুরিয়া অঞ্চলে তৃণমূল নেতা আক্রান্ত হন৷ ‘দাদা’ বলে ডেকে অসীম দাসের বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে একটিই গুলি করা হয়৷ গুলিবিদ্ধ হওয়ার পরই তৃণমূল নেতাকে উদ্ধার করে স্থানীয়রা মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকালই মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরি-সহ তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে যান। এই ঘটনায় বিজেপি জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

 

Related articles

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...
Exit mobile version