লোকসভায় পরিষদীয় দলনেতার পদ থেকে সরানো হতে পারে অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)। লোকসভার দলনেতার হওয়ার পাশাপাশি বহরমপুরের (Berhampore) সাংসদ অধীর চৌধুরী এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সভাপতিও। সম্প্রতি দিল্লির (Delhi) রাজনৈতিক মহলে গুঞ্জন, ইতিমধ্যে সংসদের নিম্নকক্ষে পরিষদীয় দলনেতার খোঁজ শুরু করেছে কংগ্রেস (Congress) হাই কমান্ড।

আরও পড়ুন-অসন্তোষ ঠেকাতে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নয়, বার্তা সুপ্রিম বিচারপতির
তবে যিনিই লোকসভায় কংগ্রেসের দলনেতা হবেন তাঁকে বেছে নেবেন হাই কমান্ড খোদ। অধীরকে লোকসভায় পরিষদীয় দলনেতার পদ থেকে সরানোর কারণ হিসেবে একাংশের মতে, একুশের বিধানসভা ভোটে এ রাজ্যে কংগ্রেসের শোচনীয় ফলাফল। আবার অন্য অংশের বক্তব্য, কংগ্রেসেও এবার এক ব্যক্তি এক পদ নীতি শুরু হতে পারে।