ভুয়ো মানবাধিকার কমিশনের (Human rights Commission) উচ্চপদস্থ আধিকারিকের পরিচয়ে গ্রেফতার এক ব্যক্তি। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের চাকরি করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রঞ্জন সরকার (Ranjan Sarkar) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। তিনি নীল বাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। এএসপি (Acp) ১ মৌমিতা সাহা (Moumita Saha) তাঁকে গ্রেফতার করেন।
ঋষিকেশ পল্লিতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন রঞ্জন। অভিযোগ, চাকরি দেওয়ার টোপ দিয়ে কমপক্ষে ২৫ জনের থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে রঞ্জন। এরপরই তাঁর বিভিন্ন বাড়িতে হানা দেয় চুঁচুড়া থানার পুলিশ। তার মোট ৬ টি গাড়ি নীল বাতি ওয়ালা গাড়ি আছে। এবং বেশ কয়েকটি বাইক আছে যেগুলিতে press লেখা রাখা হয়েছে। রঞ্জনের বেশ কয়েকটি বাড়ি আছে বলে জানা যায়। বহু বন্ধুর কাছ থেকেও রঞ্জন টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে। খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।