Thursday, May 8, 2025

পার্ক হোটেল কাণ্ডে এবার অনির্দিষ্টকালের জন্য বার বন্ধের নির্দেশ

Date:

পার্ক হোটেলের পার্টি কাণ্ডে হোটেলের ৯টি বার অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিল আবগারি দফতর। হোটেলের ঘরের ভিতর থেকে ইতিমধ্যেই প্রচুর মদের বোতল-সহ বিভিন্ন ধরণের নেশার সামগ্রী উদ্ধার হয়েছে। বুধবার হোটেলের ম্যানেজার, ডিজে সহ ১০ জনকে জেরার জন্য তলব করেছে লালবাজার থানার পুলিশ। এরপর আজ ফের লালবাজারের তরফে আবগারি কমিশনকে চিঠি পাঠানো হয়। লালবাজার সূত্রের খবর, আবগারির নিয়মভঙ্গ করে মদের বোতল মজুত করা হয়েছিল কিনা, অন্যান্য নেশার দ্রব্য মজুত সম্পর্কে আবগারি দফতর অবগত ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে।

গত শনিবার ওই হোটেলের তিন ও চারতলা থেকে ৩৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৯ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। করোনা বিধি উপেক্ষা করে তারস্বরে ডিজে বাজিয়ে মধ্যরাত পর্যন্ত পার্টি করছিলেন তাঁরা। কীভাবে শহরের বুকেই এভাবে বিধিনিষেধকে উপেক্ষা করে পার্টি চলত, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও এফআইআর করা হয়। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, শুধু গত শনিবারই নয়, কয়েক সপ্তাহ ধরেই এই ভাবে রাতে পার্টি চলছিল ওই হোটেলে। সোমবার হোটেলে যান লালবাজারে গুন্ডা দমন শাখার কর্তারা। তাঁদের হাতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

হোটেল ম্যানেজমেন্টকে আগামীকাল অর্থ্যাৎ বুধবার লালবাজারে তলব করা হয়েছে। ওই দিন হোটেলে কর্তব্যরত ফ্লোর ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ডিজে সিস্টেমের সঙ্গে যুক্ত ও খাদ্য-পানীয় পরিবেশনের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, সেই হোটেল কর্মীদেরও ডেকে পাঠানো হয়েছে।

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...
Exit mobile version