Monday, May 5, 2025

সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রে পর্যটন প্রসারের উদ্যোগ সাবিনার

Date:

গৌড়, আদিনার পর মালদহ জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র। সৌন্দর্যায়নের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। বুধবার ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর এলাকায় অবস্থিত সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানো, ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ, কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী, উপ-প্রধান মন্টু ইসলাম সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ইতিমধ্যে মাল দহ জেলা প্রশাসনের উদ্যোগে সেজে উঠেছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্র। তৈরি করা হয়েছে ইকোপার্ক। এবারে সেই ইকোপার্ক এবং সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্যায়ন এবং পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। যাতে করে জেলার পর্যটন মানচিত্রে এই মৎস্য প্রজনন কেন্দ্র জায়গা করে নেয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই সেই উদ্যোগ গ্রহণ করেছেন সাবিনা ইয়াসমিন। সেইমতো জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এদিন সাগরদিঘী মৎস্য প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, সাগরদিঘি মৎস্য প্রজনন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য তার কাছে আবেদন করা হয়েছিল। সেই মত জেলা প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় ব্লক প্রশাসনের উপস্থিতিতে বড় সাগরদিঘি ইকো পার্ক পরিদর্শন করা হল। একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে এই বিষয়ে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, শহর ঘেঁষা এই মৎস্য প্রজনন কেন্দ্র। তাই এই মৎস্য প্রজনন কেন্দ্রের সৌন্দর্য এবং পরিকাঠামোগত উন্নয়ন করে পর্যটনের একটি অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসন এবং মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। সেই মতো মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা বড় সাগরদিঘির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আজ।

 

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version