Wednesday, August 27, 2025

হাইকোর্টের প্রতি আস্থা হারিয়ে নন্দীগ্রাম-মামলা অন্যত্র সরাতে সুপ্রিম কোর্টে শুভেন্দু!

Date:

মামলা শুরুর আগেই পরাজয়ের আশঙ্কায় থরহরি শুভেন্দু অধিকারী৷

শুনানি এখনও সেইভাবে শুরুই হয়নি৷ বুধবার সবেমাত্র সবপক্ষকে আইনি নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

তাহলে এখনই কেন হাইকোর্টে নন্দীগ্রাম- পুণর্গণনা মামলা থেকে সরে যেতে চাইছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ? শুনানি পুরোমাত্রায় শুরুর আগেই হেরে যাওয়ার আতঙ্কে এত সন্ত্রস্ত কেন শুভেন্দু ? ভয় এতখানি জাঁকিয়ে বসেছে যে কলকাতা হাইকোর্টের গুরুত্ব এবং মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতেও পিছপা হচ্ছেন না তিনি৷

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নন্দীগ্রাম-মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ আনুষ্ঠানিকভাবে এখনও এই মামলা রুজু না হলেও শীর্ষ আদালতের এক বিশিষ্ট আইনজীবী শুভেন্দুর তরফে হলফনামা প্রস্তুত করছেন বলে খবর৷

আইনজীবী মহলের প্রশ্ন, হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রের গণনায় কারচুপি-সহ গোটা নির্বাচন প্রক্রিয়ায় একাধিক আইনবিরুদ্ধ কাজ ও কারচুপির অভিযোগ এনেছেন৷ নিজের জয় নিয়ে শুভেন্দু অধিকারী যদি এতখানি আত্মবিশ্বাসী থাকেন, তিনি যদি কোনও অস্বচ্ছতার আশ্রয় নিয়ে না থাকেন, তাহলে মামলা সরাতে এত সক্রিয় হয়ে উঠলেন কেন ?

বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরাতে আইনি আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক৷ কিন্তু তা ছিলো বিচারপতির আইনজীবী-জীবনের কিছু ঘটনার প্রেক্ষিতে৷ তিনি বিজেপির আইনজীবী ছিলেন একসময়ে৷ মমতার মামলার বিচার করার সময়ে অবচেতন মনে যদি সেই সব ঘটনা প্রভাব ফেলে, সেই আশঙ্কাতেই এজলাস বদলের আর্জি জানিয়েছিলেন৷ হাইকোর্টের অমর্যাদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটাননি, হাইকোর্টের উপর আস্থা হারিয়ে মামলা ভিন রাজ্যে সরানোর কথাও বলেননি৷

অথচ সেটাই করছেন শুভেন্দু অধিকারী ৷

সূত্রের খবর, নন্দীগ্রাম মামলা অন্য হাইকোর্টে সরানো হোক। এমনই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থার প্রতি কেন এত তাড়াতাড়ি আস্থা হারালেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে রাজনৈতিক মহলে বড়সড় প্রশ্ন উঠেই গেলো৷

আরও পড়ুন- চমক! সংসদের মিটিং সেরে একই উড়ানে সওয়ার দুই সাংসদ, একজন যাত্রী অন্যজন পাইলট

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version