Monday, May 5, 2025

মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে বিডিওকে গণপিটুনি গ্রামবাসীদের

Date:

এক যুবতীকে যৌন হেনস্থার অভিযোগ ঝাড়খণ্ড(Jharkhand) গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেলেন ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জেলার কুন্দা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ ওই বিডিও শ্রবণ রাম গ্রামের এক যুবতীর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেছিলেন। যার জেরেই এই ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, গ্রামের ওই যুবতীকে যৌন হেনস্থা পর ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই যুবতীর পরিজনের ওপর চাপ সৃষ্টি করেন অভিযুক্ত আধিকারিক। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। আধিকারিককে অফিস থেকে বের করে এনে ব্যাপক মারধর করা হয়। পাশাপাশি উচ্চপদস্থ ওই আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিডিও শ্রবণ রাম। ঘটনার প্রেক্ষিতে সিমরিয়ার মহকুমা শাসক অশোক প্রিয়দর্শী বলেন, যুবতীর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় দোষীকে করার শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন মহকুমাশাসক।

আরও পড়ুন:বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ১০০ কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

স্থানীয় থানায় নিগৃহীতা অভিযোগ বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন ভিডিও শ্রবণ রাম। পাল্টা বিডিওর অভিযোগ, মহিলার পরিজন তাঁকে ব্ল্যাকমেইল করেছেন এবং আপত্তিকর শব্দ ব্যবহার করার পাশাপাশি মারধর করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ওই যুবতীকে শুরু থেকেই অন্য নজরে দেখতেন বিডিও। কুন্দাতে বিডিও অফিসের পাশেই তিনি একটি বাড়ি বানিয়ে দিয়েছিলেন ওই মহিলাকে। পাশাপাশি তাঁকে কম্পিউটার অপারেটরের পদে কাজও পাইয়ে দেন। আর এই সব কিছু করার পরিবর্তে ওই যুবতীকে শারীরিক নিগ্রহ করতেন তিনি। যদিও পাল্টা বিডিও দাবি, তাঁর কাছ থেকে টাকা হাতাতে এবং তাঁকে বদনাম করতেই এই ধরনের অপবাদ দিচ্ছে ওই যুবতী ও তাঁর পরিজন।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version