Tuesday, November 11, 2025

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম!

Date:

তাঁদের কেউ মন্ত্রী, কেউ বা এলাকার বিশিষ্ট জন নেতা হিসেবে পরিচিত৷ শাসকদলের এমনই একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রীর নাকি ‘কুখ্যাত দুষ্কৃতী’! বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার বিষয়ে হাইকোর্টে নিজেদের রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন৷আদালত সূত্রের জানা গিয়েছে , জাতীয় মানবাধিকার কমিশনের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টেই ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, শেখ সুফিয়ান, জীবন সাহা, খোকন দাস। জ্যোতিপ্রিয়বাবু রাজ্যের বন মন্ত্রী, পার্থবাবু বিধানসভার ডেপুটি চিফ হুইপ, জীবন সাহা কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান৷ নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান৷ এহেন দাপুটে নেতা, মন্ত্রীদের নাম ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় উঠে আসায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন শুরু হয়েছে৷
বনমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি৷ আমার নামে ন্যূনতম কোনও মামলা রয়েছে এই প্রমাণও কেউ দেখাতে পারবে না৷ তবে এবিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ দলগতভাবে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা হবে৷
শেখ সুফিয়ানও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন, এই কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির বি টিম৷ এবার সেটাই প্রমাণিত হল৷ বাংলার মানুষ সব দেখছেন৷ তাঁরাই এর বিচার করবেন৷
তৃণমূল সূত্রের জানা গিয়েছে , জাতীয় মানবাধিকার কমিশনের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই এবিষয়ে দলগতভাবে আইনজ্ঞের পরামর্শ নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version