Saturday, August 23, 2025

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম!

Date:

তাঁদের কেউ মন্ত্রী, কেউ বা এলাকার বিশিষ্ট জন নেতা হিসেবে পরিচিত৷ শাসকদলের এমনই একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রীর নাকি ‘কুখ্যাত দুষ্কৃতী’! বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার বিষয়ে হাইকোর্টে নিজেদের রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন৷আদালত সূত্রের জানা গিয়েছে , জাতীয় মানবাধিকার কমিশনের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টেই ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, শেখ সুফিয়ান, জীবন সাহা, খোকন দাস। জ্যোতিপ্রিয়বাবু রাজ্যের বন মন্ত্রী, পার্থবাবু বিধানসভার ডেপুটি চিফ হুইপ, জীবন সাহা কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান৷ নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান৷ এহেন দাপুটে নেতা, মন্ত্রীদের নাম ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় উঠে আসায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন শুরু হয়েছে৷
বনমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি৷ আমার নামে ন্যূনতম কোনও মামলা রয়েছে এই প্রমাণও কেউ দেখাতে পারবে না৷ তবে এবিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ দলগতভাবে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা হবে৷
শেখ সুফিয়ানও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন, এই কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির বি টিম৷ এবার সেটাই প্রমাণিত হল৷ বাংলার মানুষ সব দেখছেন৷ তাঁরাই এর বিচার করবেন৷
তৃণমূল সূত্রের জানা গিয়েছে , জাতীয় মানবাধিকার কমিশনের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই এবিষয়ে দলগতভাবে আইনজ্ঞের পরামর্শ নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version