অবশেষে রাজ্যের দুই শূণ্য রাজ্যসভার আসনের একটিতে উপনির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন৷
আগামী ৯ আগস্ট পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন হবে। শুক্রবার নির্বাচন কমিশন এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
রাজ্যে এই মুহুর্তে রাজ্যসভার দুটি আসন শূণ্য৷ তৃণমূলের রাজ্যসভা সাংসদ দীনেশ ত্রিবেদী বিজেপি-তে যোগ দিয়ে গত ১২ ফেব্রুয়ারি ইস্তফা দিয়েছিলেন। ওহ অন্যদিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজ্যসভার সদস্য পদে গত মার্চ মাসে ইস্তফা দেন তৃণমূলের মানস ভুইয়াঁ৷ তবে এখন ভোট হবে একটি আসনে৷
দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনটিতেই উপনির্বাচন হবে আগামী ৯ আগস্ট। মানস ভুইয়াঁর ছাড়া আসনে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন।
শুক্রবার জারি করা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
◾আগামী ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
◾২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে।
◾মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট।
◾ ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব।
◾সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ।
◾উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন।
আরও পড়ুন:ফের নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, কমছে মৃত্যুও