Saturday, November 8, 2025

পার্ক হোটেল কাণ্ডে এবার হোটেলের ম্যনেজারকে তলব করল আবগারি বিভাগ

Date:

পার্ক হোটেল কাণ্ডে এবার হোটেলের ম্যানেজারকে তলব করল আবগারি বিভাগ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছে তারা। শুধু তাই নয় হোটেলের মদ্যপানের বিষয়টি খতিয়ে দেখছে বিভাগের আধিকারিকরা।

হোটেল কাণ্ডের বিষয়টি  কলকাতা পুলিশে আধিকারিকরা খতিয়ে দেখার পর এবার তার তদন্তভার নিয়েছে আবগারি বিভাগ।জানা গেছে, হোটেলে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়, তার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে চেয়েছে আবগারি বিভাগ কর্তৃপক্ষ।পাশাপাশি, মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করা হয় তাও খতিয়ে দেখা হবে। কারণ হোটেল কর্তৃপক্ষের দাবি, সাটার্ডে পার্টির দিন মদ এসেছিল বাইরে থেকে। তাই এবার তার সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগেছে আবগারি দফতর। এমনকি মদের সঙ্গে অন্য কোনও মাদকদ্রব্য সরবরাহ করা হয় কিনা, তা জানতেও তৎপর বিভাগের আধিকারিকরা।

ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখান থেকে কোনওরকম মদ সরবরাহ করা যাবে না বলে সাফ জানিয়েছে তারা।

প্রসঙ্গত, করোনা আবহেই মধ্যরাতে তারস্বরে ডিজে চালিয়ে পার্ক স্টিটের অভিজাত হোটেলে চলছিল নাইট পার্টি। আর তাতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। হোটেল থেকে গ্রেফতার করা হয় ৩৭ জনকে। এমনকি বাজেয়াপ্ত করা হয় মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি সহ বিদেশি মদের বোতল ও গাঁজা। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার। পুলিশ সূত্রের খবর লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর।

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version