কানোয়ার যাত্রা: যোগী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ আদালতের

মানুষের বেঁচে থাকার অধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্য কোনও অধিকার, তা ধর্মই হোক বা অন্য কিছু সেটা তারপরে আসে। শুক্রবার যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানোয়ার যাত্রা(kanwaryatra) প্রসঙ্গে এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত(Supreme Court)।

দেশজুড়ে করোনা পরিস্থিতির(covid situation) বিষয়টিকে গুরুত্ব দিয়ে চলতি বছরের কানোয়ার যাত্রা বাতিল করেছে উত্তরাখণ্ড। যদিও উত্তরপ্রদেশ সরকার সে পথে হাঁটেনি। ফলস্বরূপ গত বুধবার যোগী সরকারকে নোটিশ পাঠায় দেশের শীর্ষ আদালত এরপর শুক্রবার আরএফ নরিম্যান ও বিআর গাভাইয়ের বেঞ্চ উত্তরপ্রদেশ প্রশাসনকে জানিয়ে দিল কানোয়ার যাত্রায় অনুমতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। ততদিন পর্যন্ত যোগী সরকারকে পুনর্বিবেচনার সময় দিয়েছে দেশের শীর্ষ আদালত। অন্যথায় আদালত বাধ্য হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। পাশাপাশি কোন আর যাত্রা স্থগিত রাখার পক্ষে মত দিয়েছে কেন্দ্রীয় সরকারও।

আরও পড়ুন:প্রবীণ সমর্থক ডন হার্নানকে ফোন লিও মেসির, ফোন পেয়ে আপ্লুত ১০০ বছরের এই সমর্থক

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে কানোয়ার যাত্রা। নিয়ম অনুযায়ী প্রতিবছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডে আসেন। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজ‌ল নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। তবে এবার করোনা পরিস্থিতিতে গুরুত্ব দিয়ে এই যাত্রা বাতিলের পথে হেঁটেছে উত্তরাখণ্ড সরকার। তবে উত্তরপ্রদেশ সরকার অবশ্য এই যাত্রার অনুমতি দিয়েছেন। যার ফলে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, এর আগেও কুম্ভমেলায় বিপুল পুণ্যার্থী সমাগম নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল যোগী রাজ্যে।

 

Previous articleসকলের জন্য চালু হয়ে গেল মেট্রোরেল
Next articleরোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত ও বাংলাদেশের বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক