Tuesday, May 6, 2025

মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন? খোদ ইয়েদিউরাপ্পা ‘গুজব’ বলে ওড়ালেও বাড়ছে জল্পনা

Date:

শারীরিক অসুস্থতার কারণেই মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী(Karnataka chief Minister) বিএস ইয়েদিউরাপ্পা(BS Yeddyurappa)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এমনটাই শোনা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। যদিও এই ধরনের জল্পনা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন স্বয়ং ইয়েদিউরাপ্পা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইস্তফা নিয়ে যে সমস্ত কিছু শোনা যাচ্ছে তার সবটাই গুজব।

ইয়েদিউরাপ্পার ইস্তফা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক গুঞ্জন শুরু হওয়ার পর শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানান, “যে সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে তার কোনও সত্যতা নেই। আমি পরের মাসের প্রথম সপ্তাহে ফের দিল্লি আসব। সেই সময় অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডার সঙ্গেও দেখা করব।” উল্লেখ্য, শুক্রবার ছেলে বিজেন্দ্রর সঙ্গে বিশেষ বিমানে দিল্লি গিয়েছিলেন ইয়েদিউরাপ্পা। তারপর থেকেই গুঞ্জন শুরু হয় মন্ত্রিসভায় এবার নতুন মুখ আনতে চাইছেন তিনি।

আরও পড়ুন:শিক্ষক নিয়োগ নিয়ে হিজবুল মুজাহিদিনের হুমকি চিঠি-সিডি ঘিরে চাঞ্চল্য

শনিবার এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন, ‘আমি তো নেতৃত্ব বদল নিয়ে কিছুই জানি না। আপনারাই বলুন।’ তবে মুখ্যমন্ত্রী বিষয়টি এড়িয়ে গেলেও গুঞ্জন কিন্তু থামছে না। কারণ সাম্প্রতিক সময়ে কর্নাটকে বেশ কয়েকজন নেতা- মন্ত্রী রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। ফলস্বরূপ নেতৃত্বের মধ্যে তৈরি হচ্ছে মতবিরোধ। এই পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের বিষয় পুরোপুরি খারিজ করে দিয়েছেন খোদ ইয়েদিউরাপ্পা নিজেই।

 

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version