‘বিমানে বোমা রয়েছে’, এমনই এক সতর্কবার্তা আসে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এরপরই শুরু হয় সেনাবাহিনীর নাকা চেকিং। এরইমধ্যে সকাল ৮টা ১০ নাগাদ দুবাই থেকে অবতরণ করে একটি বিমান। সেটিকে দাঁড় করিয়ে রেখে শুরু হয় তল্লাশি। যদিও এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার করা যায়নি। কিন্তু বিমানটিকে ওড়ার অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

রবিবার সকালে মিলিটারী লিয়াজো ইউনিট কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়, দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমা রাখা আছে। ব্যস! শুরু হয় চিরুনি তল্লাশি। তবে যতক্ষণে মেসেজটি সার্কুলেট হতে থাকে, ততক্ষণে একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে গিয়েছে। সেটি আবার ৮টা ৪০মিনিট নাগাদ ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটিকে আটকে রাখা হয়েছে। যদিও এই বার্তায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
